মার্কেট আপডেট 49 Report post Posted Wednesday at 11:39 গত সপ্তাহের শেষের দিকে EURJPY পেয়ারের প্রাইস কমলে চলতি সপ্তাহের শুরু থেকে পেয়ারের প্রাইস বৃদ্ধি পাচ্ছে। ২০২১ সালে পেয়ারটি সর্বোচ্চ ১৩০.৬৫ প্রাইসে উঠেছিল। বর্তমানে পেয়ারটি ১৩০.৫১ প্রাইসের কাছাকাছি অবস্থান করলেও প্রত্যাশা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি ২০২১ সালের সর্বোচ্চ প্রাইস অর্থাৎ ১৮ মার্চের সর্বোচ্চ প্রাইস ১৩০.৬৫-তে আসতে পারে। পেয়ার ১৮ মার্চের সর্বোচ্চ প্রাইস অতিক্রম করতে সক্ষম হলে ১৩১.০০ প্রাইসে আসার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পেয়ারের আপট্রেন্ড বেশ শক্তিশালী মনে হচ্ছে, সেক্ষেত্রে ১৮ সালের ১৭ জুলাইয়ের সর্বোচ্চ প্রাইস ১৩১.৯৮-তে আসতে পারে। অপরদিকে পেয়ারের বর্তমান সাপোর্ট লেভেল ১২৮.৩০। পেয়ারটি ১২৮.৩০ প্রাাইসে আসার পূর্বে ৫০ দিনের এসএমএ অনুযায়ী ১২৮.৫৪ শক্ত সাপোর্ট হতে পারে। ২০০ দিনের এসএমএ অনুযায়ী ১২৫.৫১ সাপোর্ট লেভেলে আসার সম্ভাবনা রয়েছে। বি.দ্র উপরের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট ডেইলি চার্ট পর্যালোচনা করে লেখা হয়েছে। Quote Share this post Link to post Share on other sites