মার্কেট আপডেট 49 Report post Posted March 5 চার ঘন্টার চার্ট অ্যানালাইসিস করে গতকালের আর্টিকেলে আমরা বলেছিলাম GBPUSD ১.৩৯০০ সাপোর্ট লেভেলে যেতে পারে। প্রত্যাশা অনুযায়ী পেয়ারটি ১.৩৯০০ সাপোর্ট অতিক্রম করেছিল। আর্টিকেলে দেওয়া পরবর্তী সাপোর্ট লেভেলগুলো ছিল ১.৩৮৬৫ এবং ১.৩৮২০। আজকের সেশনে পেয়ারটি ১.৩৮৬৫ প্রাইসের কাছাকাছি আসলেও বর্তমানে পেয়ারের প্রাইস বিছুটা বৃদ্ধি পেয়ে ১.৩৮৯০ এর কাছাকাছি অবস্থান করছে। ডেইলি চার্টে RSI ইনডিকেটর অনুযায়ী দেখা যাচ্ছে পেয়ারের বিয়ারিশ অবস্থান শক্তিশালী হচ্ছে। প্রত্যাশা করা হচ্ছে, পেয়ারটি ২০২০ সালের ২১ ডিসেম্বরের সর্বনিন্ম প্রাইস ১.৩৮০৭ আসতে পারে। পেয়ারটি ১.৩৮০০ প্রাইসে পৌঁছানোর আগে ১.৩৮২০ সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। অপরদিকে ২১ দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ অনুযায়ী পেয়ারটি ১.৩৯২০ রেজিস্ট্যান্স লেভেলে আসতে পারে। ১০ দিনের মুভিং অ্যাভারেজ অনুযায়ী ১.৩৯৯০ রেজিস্ট্যান্স লেভেলে আসার সম্ভাবনা রয়েছে। GBPUSD ডেইলি চার্ট Quote Share this post Link to post Share on other sites