মার্কেট আপডেট 49 Report post Posted March 4 সুইস ফ্রাঙ্কের দুর্বলতাকে কেন্দ্র করে EURCHF পেয়ারের প্রাইস বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত পেয়ারটি সর্বোচ্চ ১.১১১৮ প্রাইসে উঠলেও বর্তমানে ১.১১০০ প্রাইসের কিছু উপরে অবস্থান করছে। কমার্জব্যাংক অ্যানালাইসিস্টদের মতে, ২০০ সপ্তাহের মুভিং অ্যাভারেজ অনুযায়ী পেয়ারটি ১.১১৪৫ রেজিস্ট্যান্স লেভেলে যেতে পারে। পেয়ারটি ১.১১৪৫ রেজিস্ট্যান্স অতিক্রম করতে সক্ষম হলে পরবর্তীতে ২০১৮ সালের সর্বোচ্চ প্রাইস ১.১২৫৭ যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অপরদিকে পেয়ারের বর্তমান সাপোর্ট লেভেল ১.০৯৫৭। পরবর্তী সাপোর্ট হতে পারে ১.০৮৯১। প্রত্যাশা করা হচ্ছে, বর্তমানে পেয়ারের প্রাইস বৃদ্ধি পাবে। Quote Share this post Link to post Share on other sites