মার্কেট আপডেট 49 Report post Posted March 4 USDJPY পেয়ারটি দ্বিতীয় দিনের মতো আপট্রেন্ডে রয়েছে। যা পেয়ারটিকে ২০২০ সালের আগস্ট মাসের সর্বোচ্চ প্রাইসে নিয়ে এসেছে। ডেইলি চার্টে লক্ষ করলে দেখা যাচ্ছে, পেয়ারের ট্রেন্ড চ্যানেল আপার অবস্থানে রয়েছে। RSI এবং MACD ইনডিকেটর অনুযায়ী, পেয়ারের বুরিশ ট্রেন্ড শক্তিশালী হতে পারে। USDJPY সেলাররা ১০৬.৮০ সাপোর্ট লেভেলের নিচে পুলব্যাকের আশা করছেন। পরবর্তী সাপোর্ট হতে পারে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির সর্বোচ্চ প্রাইস ১০৬.২০। পেয়ারটি ১০৬.২০ প্রাইসের নিচে আসলে ০৫ ফেব্রুয়ারির সর্বোচ্চ প্রাইস ১০৫.৭৫ এবং ১০৫.৪৫ সাপোর্ট লেভেলে আসতে পারে। ২০০ বার SMA অনুযায়ী পেয়ারের পরবর্তী সাপোর্ট হতে পারে ১০৫.০৯। অপরদিকে পেয়ারের প্রাইস বৃদ্ধি পেলে ২০ জুলাইয়ের সর্বোচ্চ প্রাইস ১০৭.৫৪ আসতে পারে। পেয়ারটি পরবর্তীতে ৮ মাসের সর্বোচ্চ প্রাইস ১০৮.১৫ এর কাছাকাছি আসতে পারে। USDJPY চার ঘন্টার চার্ট Quote Share this post Link to post Share on other sites