মার্কেট আপডেট 49 Report post Posted March 3 EURUSD পেয়ারের প্রাইস কমে চার সপ্তাহে নিন্ম প্রাইস ১.১৯৯২ গেলেও বর্তমানে পেয়ারটি রিকভার করে ১.২১০০ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে। মার্কিন ইকোনমি নিয়ে উদ্বিগ্নতা এবং ট্রেজারি ফলনকে কেন্দ্র করে গতকাল মার্কিন ডলার মাসের সর্বোচ্চ প্রাইস থেকে কমতে শুরু করেছে। বর্তমানে মার্কিন ডলার ৯০.৮৪ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে। ইউরোজোন সার্ভিস পিএমআই ইউরোকে প্রভাবিত করতে পারে। প্রত্যাশা করা হচ্ছে, ফেব্রুয়ারিতে ইউরোজোন সার্ভিস পিএমআই ৪৪.৭ পয়েন্টে অপরিবর্তনীয় থাকতে পারে। প্রত্যাশার নিচে আসলে ইউরোর প্রাইস কমার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজকের সেশনে মার্কিন ইভেন্টগুলো মধ্যে রয়েছে ফেব্রুয়ারি মাসের ISM সার্ভিস পিএমআই রিপোর্ট প্রত্যাশা করা হচ্ছে, সার্ভিস পিএমআই ৫৮.৭ পয়েন্টে অপরিবর্তনীয় থাকতে পারে। EURUSD পেয়ার আপট্রেন্ড অব্যাহত রাখতে সক্ষম হলে ৫০ দিনের SMA অনুযায়ী ১.২১৩৯ রেজিস্ট্যান্স লেভেলে আসতে পারে। পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ২৫ ফেব্রুয়ারির সর্বোচ্চ প্রাইস ১.২২৪৩। অপরদিকে পেয়ারটি ডাউনট্রেন্ড অব্যাহত রাখতে সক্ষম হলে ১০০ দিনের SMA অনুযায়ী ১.২০২৪ প্রাইসে আসতে পারে। Quote Share this post Link to post Share on other sites