মার্কেট আপডেট 49 Report post Posted March 3 লন্ডন সেশন ওপেন হওয়ার পূর্বে EURGBP ০.৮৬৬০ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে। ব্রিটিশ ইভেন্টগুলোর মধ্যে আজকের সেশনে বাৎসরিক বাজেট বেশ গুরুত্বপূর্ণ । যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক ব্রিটিশ অর্থনীতির জন্য তার দ্বিতীয় বার্ষিক বাজেট ঘোষণা করার কারণে বিশ্বব্যাপী স্টপলাইটে থাকবে। যা ব্রিটিশ পাউন্ডকে প্রভাবিত করতে পারে। সুতরাং বিনিয়োগকারীদের বর্তমান নজর ব্রিটিশ বাজেটের দিকে। এদিকে ইউরোকে প্রভাবিত করতে পারে ইউরোজোন পিএমআই রিপোর্ট। সেক্ষেত্রে পেয়ারের মুভমেন্ট বৃদ্ধি পেতে পারে। EURGBP যে সকল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অতিক্রম করতে পারে। নিচে তার সম্ভাবন্য কিছু নমুনা দেয়া হলো। ২১ দিনের SMA অনুযায়ী পেয়ারের বর্তমান রেজিস্ট্যান্স লেভেল ০.৮৬৮৫ এবং ০.৮৭০৫। অপরদিকে পেয়ারের প্রাইস কমতে শুরু হলে ০.৮৬০০ সাপোর্ট লেভেলে আসতে পারে। পরবর্তী সাপোর্ট হতে পারে ০.৮৫৪০। বি. দ্র: MACD ইনডিকেটর অনুযায়ী পেয়ারের প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। EURGBP ডেইলি চার্ট Quote Share this post Link to post Share on other sites