মার্কেট আপডেট 49 Report post Posted March 2 ফরেক্স বিশেষজ্ঞ ভ্যালরিয়া বেদনাকির USDJPY নিয়ে একটি আর্টিকেল লিখেছেন। সেখানে তিনি বলেন, মার্কিন ডলারের প্রাইস ষষ্ঠ দিনের মতো বেড়ে চলেছে। এর ফলে পেয়ারটি ১০৭.০০ প্রাইসের যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও পেয়ারটি ইতিমধ্যে ২০২১ সালের সর্বোচ্চ প্রাইস ১০৬.৯০ এর কাছাকাছি অবস্থান করছে। পেয়ারটি ১০৭.০০ প্রাইস অতিক্রম করতে সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। Quote Share this post Link to post Share on other sites