মার্কেট আপডেট 49 Report post Posted March 2 কমার্জব্যাংক অ্যানালাইসিস্ট কারেন জনসের মতে, মার্কিন ডলারের প্রাইস বৃদ্ধির কারণে আজকের সেশনে EURUSD ১.২০৪২ প্রাইস থেকে কমতে শুরু করেছে। তিনি প্রত্যাশা করেন, পেয়ারের প্রাইস আরও কমতে পারে এবং ফিবোনাসি রিট্রেসমেন্ট ২৩.৬% অনুযায়ী ১.১৯৪৫ সাপোর্ট লেভেলে আসতে পারে। পেয়ারটি ১.১৯৪৫ সাপোর্ট অতিক্রম করতে সক্ষম হলে ১.১৭৫০ প্রাইসে আসতে পারে। সেক্ষেত্রে ফিবোনাসি রিট্রেসমেন্ট ৩৮.২% অনুযায়ী পেয়ারটি সেপ্টেম্বর এবং নভেম্বরের নিন্ম প্রাইস ১.১৬৯৫ –তে আসতে পারে। অপরদিকে পেয়ারের বর্তমান রেজিস্ট্যান্স ১.২০৮৫ এবং ১.২২৪৩। যা গত সপ্তাহের সর্বোচ্চ প্রাইস ছিল। Quote Share this post Link to post Share on other sites