মার্কেট আপডেট 49 Report post Posted March 2 গোল্ডের প্রাইস কমে ৮ মাসের নিন্মে অবস্থান করছে। গোল্ড বর্তমানে প্রত্যাশিত ১৭০৭ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে। ২০২০ সালের জুন মাসের মাঝামাঝি গোল্ডকে বর্তমান অবস্থানে দেখা গিয়েছিল। গোল্ডের প্রাইস ষষ্ঠ দিনের মতো কমছে। RSI ইনডিকেটর অনুযায়ী গোল্ডের প্রাইস কমছে এবং পরবর্তীতে আরও কমতে পারে। গোল্ড ১৭০০ সাপোর্ট অতিক্রমের পরবর্তীতে ১৬৮৮ সাপোর্ট লেভেলে আসতে পারে। পরবর্তী সাপোর্ট হতে পারে ১২ আগস্টের নিন্ম প্রাইস ১৬৮২। অপরদিকে গোল্ডের বর্তমান রেজিস্ট্যান্স ১৭৫৬। পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ১৭৬৩। আপট্রেন্ড কিছুটা স্থায়ী হলে ১৮০০ রেজিস্ট্যান্স লেভেলের দিকে যেতে পারে। গোল্ড ডেইলি চার্ট Quote Share this post Link to post Share on other sites