মার্কেট আপডেট 48 Report post Posted February 23 পঞ্চম দিনের মতো USDJPY পেয়ারটি বিয়ারিশ অবস্থানে আসতে শুরু করেছে। টোকিও সেশনে পেয়ারটি ১০৫.০০ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে। পেয়ারের প্রাইস পঞ্চম দিনের মতো কমে ২১ দিনের সিম্পল মুভিং অ্যাভারেজের কাছাকাছি অর্থাৎ ১০৫.০০ প্রাইসে অবস্থান করছে। পেয়ারটি ২১ দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ অতিক্রম করতে শুরু হলে পরবর্তীতে ০৬ জানুয়ারির নিন্ম প্রাইস ১০৪.৮০ প্রাইসের কাছাকাছি আসতে পারে। ডেইলি চার্টে MACD ইনডিকেটর অনুযায়ী পেয়ারটি বিয়ারিশ অবস্থানের সিগন্যাল দিচ্ছে। এর ফলে প্রত্যাশা করা হচ্ছে, পেয়ারটি ১০৪.৮০ প্রাইস অতিক্রম করতে সক্ষম হলে ডাউনট্রেন্ডে আসতে পারে। পরবর্তী সাপোর্ট হতে পারে ফেব্রুয়ারি মাসের নিন্ম প্রাইস ১০৪.৪০। অপরদিকে পেয়ারের প্রাইস বৃদ্ধি পেতে থাকলে চলতি মাসের শুরুর দিকে সর্বোচ্চ প্রাইস ১০৫.৮০ অতিক্রম করা প্রয়োজন । সর্বপরি MACD ইনডিকেটর অনুযায়ী USDJPY পেয়ারের ডাউনসাইড সেন্টিমেন্ট শক্তিশালী হচ্ছে। ডেইলি চার্ট Quote Share this post Link to post Share on other sites