মার্কেট আপডেট 49 Report post Posted February 23 ডেইলি চার্টে দেখা যাচ্ছে, EURUSD ৫০ দিনের সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। যা পেয়ারের বুলিশ ট্রেন্ড নির্দেশ করছে। ১৪ দিনের RSI ইন্ডিকেটর অনুযায়ী পেয়ারটি হেড অ্যান্ড সোল্ডার অবস্থানে রয়েছে অর্থাৎ ব্রেকআউটের কাছাকাছি রয়েছে। পেয়ারটি ব্রেকআউট করতে সক্ষম হলে পরবর্তীতে জানুয়ারি মাসের সর্বোচ্চ প্রাইসে যেতে পারে। MACD histogram পেয়ারের ট্রেন্ড শক্তিমত্তা নির্ধারণে ব্যবহৃত জনপ্রিয় ইনডিকেটর। ইনডিকেটরে দেখা যাচ্ছে, পেয়ারের ক্যান্ডেলগুলো শুন্যের উপরে অবস্থান করছে এবং এগুলো বেশ উজ্জ্বল। এর ফলে পেয়ারটি শক্তিশালী আপট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে। ৫০ দিনের মুভিং অ্যাভারেজ অনুযায়ী EURUSD ১.২১৫২ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে। পেয়ারটি ১.২১৫২ প্রাইস অতিক্রম করতে সক্ষম হলে ২২ জানুয়ারির সর্বোচ্চ প্রাইস ১.২১৯০ – তে আসতে পারে। অপরদিকে পেয়ারটি ১.২১ প্রাইসের নিচে আসলে ডাউনট্রেন্ড শক্তিশালী হতে পারে। ডেইলি চার্ট Quote Share this post Link to post Share on other sites