মার্কেট আপডেট 49 Report post Posted January 27 EURGBP তৃতীয় দিনের মতো ডাউনট্রেন্ড অব্যাহত রেখেছে। এর ফলে পেয়ারটি গত আট মাসের নিন্ম প্রাইসে অবস্থান করছে। গত তিন দিনের মধ্যে আজকের সেশনে পেয়ারের ডাউনট্রেন্ড বেশি শক্তিশালী মনে হচ্ছে। আজকের সেশনে ইউরো দুর্বল হওয়ার পিছনে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনিং কাউন্সিলের সদস্য নট এর মন্তব্য বিশেষভাবে কাজ করছে। তিনি বলেন ইউরোর বিনিময় হার বা ইউরোর শক্তি যদি মুদ্রাস্ফীতির দৃষ্টিভঙ্গির জন্য হুমকি হয় তবে কেন্দীয় ব্যাংকের নিকট এটা গুরুত্ব পাবে। এ ধরণের মন্তব্যকে কেন্দ্র করে ইউরোর প্রাইস ক্রমাগত কমতে থাকে। তার মন্তব্য থেকে এটা আছ করা যাচ্ছে, ব্যাংক ইন্টারেস্ট রেট অপরিবর্তনীয় রাখতে পারে। এদিকে ব্রিটিশ পাউন্ড ইউরোর সাথে মার্কিন ডলারের বিপরীতেও শক্তিশালী অবস্থানে রয়েছে। ডেইলি চার্ট অনুযায়ী EURGBP এখনও ওভারসোল্ড অঞ্চল থেকে অনেক দূরে অবস্থান করছে। যা পেয়ারের প্রাইস আরও কমার ইঙ্গিত দিচ্ছে। তবে পেয়ারটি ০.৮৮০০ প্রাইসের নিচে গেলে ওভারসোল্ডে আসতে পারে। সবচেয়ে কম স্প্রেডে EURGBPপেয়ারটি ট্রেড করতে XM Ultra Low অ্যাকাউন্ট খুলুন এখান থেকে। Quote Share this post Link to post Share on other sites