মার্কেট আপডেট 48 Report post Posted January 27 গত দু’দিন গোল্ডের প্রাইস কমছে। তবে আজকের সেশনে মার্কিন ডাটা গোল্ডের প্রাইসকে প্রভাবিত করতে পারে। ডাটাগুলোর মধ্যে বিনিয়োগকারীদের আকর্ষণ থাকবে ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট ডিসিশনের দিকে। গত দু’দিন গোল্ডের প্রাইস কমার পিছনে বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের উদ্দীপনা পরিকল্পনার অনিশ্চয়তা, কোভিড বৃদ্ধি নিয়ে উদ্বেগ এবং মার্কিন যুক্তরাষ্ট্র-চীনের ঝামেলা নিরাপদ কারেন্সি হিসেবে মার্কিন ডলারের প্রাইস বাড়িয়ে তুলেছে। এর ফলে গোল্ডের প্রাইস কমেছিল। মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন তার প্রশাসন সাপ্তাহিক ভ্যাকসিন সরবরাহ শুরু করবে। আর এমন সম্ভাবনাকে কেন্দ্র করে গোল্ডের প্রাইস আরও কমতে থাকে। তবে সিনেটের মেজরিটি লিডার চক শুমার বলেছেন, ডেমোক্র্যাটরা প্রয়োজেনে রিপাবলিকান সমর্থন ছাড়াই বাইডেনের ত্রাণ প্যাকেজে এগিয়ে যাবেন। তবে এটা কতুটুক সম্ভব তা দেখার বিষয়্। তবে বুধবার অর্থাৎ আজ ফেডারেল রিজার্ভের ডিসিশনের পূর্বে মার্কেট নার্ভাস থাকবে যা গোল্ডের প্রাইস মুভমেন্টে সহায়তা করবে। নতুন ভাইরাস জনিত কেস এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য আরও কিছু করার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে, ফেড ২০২১ সালের প্রথম নীতিনির্ধারণী বৈঠকে একটি বেহাল স্বরে আঘাত হানতে পারে। ফেডারেল রিজার্ভের ডিসিশনের পূর্বে মার্কিন টেকসই পণ্যের অর্ডার মার্কেটে প্রভাব বিস্তার করতে পারে। প্রত্যাশা করা হচ্ছে, ফেডারেল রিজার্ভের ডিসিশনের পূর্বে গোল্ডের প্রাইস কমার সম্ভাবনা রয়েছে। GOLD টেকনিক্যাল অ্যানালাইসিস গোল্ড বর্তমানে ১৮৪৬ প্রাইসে অবস্থান করছে। RSI ইন্ডিকেটর অনুযায়ী গোল্ডের প্রাইস কমার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ২২ জানুয়ারির সর্বনিন্ম প্রাইস ১৮৩৭ সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। পরবর্তী সাপোর্ট হতে পারে ১৮৩০-৩২। অপরদিকে ২০০ এবং ২১ ঘন্টার মুভিং অ্যাভারেজ অনুযায়ী গোল্ডের ক্ষেত্রে ১৮৫১ শক্ত রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। ১০০ ঘন্টার মুভিং অ্যাভারেজ অনুযায়ী পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ১৮৫৮। সবচেয়ে কম স্প্রেডে GOLD ট্রেড করতে XM Ultra Low অ্যাকাউন্ট খুলুন এখান থেকে। Quote Share this post Link to post Share on other sites