মার্কেট আপডেট 49 Report post Posted January 26 আজকের সেশনে মার্কিন ডলারের প্রাইস বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মার্কিন ডলারের বিপরীতে পাউন্ড দুর্বল অবস্থানে রয়েছে। ব্রিটিশ জব রিপোর্ট GBPUSD পেয়ারের ডাউনট্রেন্ডকে আরও শক্তিশালী করেছে। যা পেয়ারটিকে গত কয়েকদিনের নিন্ম প্রাইসে নিয়ে এসেছে। যদিও গত সপ্তাহে পেয়ারটি ৩২ মাসের সর্বোচ্চ প্রাইসে উঠেছিল। এ ছাড়া মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলার উদ্দীপনা পরিকল্পনার প্রতিবন্ধকতা নিয়ে উদ্বেগ। এর সাথে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র–চীন উত্তেজনা মার্কিন ডলারের প্রাইস বৃদ্ধিতে সহায়তা করছে। ব্রিটিশ বেকারত্ব রিপোর্ট প্রত্যাশার তুলনায় খারাপ আসায় GBPUSD পেয়ারের প্রাইস কমতে শুরু করেছে। পেয়ারটি বর্তমানে ১.৩৬৫০ প্রাইসের কাছাকাছি অবস্থানে করছে। সেক্ষেত্রে পেয়ারের বর্তমান সাপোর্ট লেভেল ১.৩৬৩৯। পরবর্তী সাপোর্ট হতে পারে ১.৩৬২০। অপরদিকে পেয়ারের বর্তমান রেজিস্ট্যান্স লেভেল ১.৩৬৬১ এবং পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল হতে পারে ১.৩৬৭৫, ১.৩৬৮৫। সবচেয়ে কম স্প্রেডে GBPUSD পেয়ারটি ট্রেড করতে XM Ultra Low অ্যাকাউন্ট খুলুন এখান থেকে। Quote Share this post Link to post Share on other sites