মার্কেট আপডেট 48 Report post Posted January 22 GBPUSD পেয়ারটি গতকাল ৩২ মাসের সর্বোচ্চ প্রাইসে উঠেছিল। এশিয়ান সেশনে পেয়ারের প্রাইস কমে ১.৩৭২০ এর কাছাকাছি অবস্থান করছে। আজকের সেশনে ব্রিটিশ রিটেইল সেলস রিপোর্ট ব্রিটিশ পাউন্ডকে প্রভাবিত করতে পারে। নভেম্বরে রিটেইল সেলস -৩.৮% কমলেও ডিসেম্বরে ১.২% বৃদ্ধি পেতে পারে। বাৎসরিক ব্যবধানে নভেম্বরে রিটেইল সেলস ২.৪% বেড়েছিল। প্রত্যাশা করা হচ্ছে, ডিসেম্বরে ৪% বৃদ্ধি পেতে পারে। রিপোর্টটি ব্রিটিশ পাউন্ডের প্রাইস বৃদ্ধিতে সহায়তা করতে পারে। দুপুর ০১:০০ দিকে রিপোর্ট প্রকাশ করা হবে। এছাড়াও ব্রিটিশ মেনুফেকচারিং এবং সার্ভিস পিএমআই ব্রিটিশ পাউন্ডের মুভমেন্ট বৃদ্ধি করতে পারে। পিএমআই রিপোর্ট বিকাল ০৩:৩০ প্রকাশিত হবে। ডিসেম্বরে মেনুফেকচারিং পিএমআই থেকে ৫৭.৫ পয়েন্ট আসলেও জানুয়ারিতে ৫৪ পয়েন্ট আসতে পারে। এদিকে সার্ভিস পিএমআইও ৪৯.৪ থেকে কমে ৪৫ পয়েন্ট আসতে পারে। যা ব্রিটিশ পাউন্ডের প্রাইস কমাতে সহায়তা করতে পারে। প্রত্যাশা করা হচ্ছে, আজকের সেশনের শুরুর দিকে GBPUSD পেয়ারের প্রাইস বৃদ্ধি পেলেও পরবর্তীতে কমতে পারে। পেয়ারটির ক্ষেত্রে বর্তমান সাপোর্ট লেভেল ১.৩৭০০। পেয়ারটি ১.৩৭ প্রাইস অতিক্রম করতে সক্ষম হলে ১.৩৬৮৫ প্রাইসে আসতে পারে। অপরদিকে পেয়ারের প্রাইস বৃদ্ধি পেয়ে ২.৩৮০০ রেজিস্ট্যান্স অতিক্রম করতে সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশালী হতে পারে। সবচেয়ে কম স্প্রেডে GBPUSD পেয়ারটি ট্রেড করতে XM Ultra Low অ্যাকাউন্ট খুলুন এখান থেকে। Quote Share this post Link to post Share on other sites