Sign in to follow this
Followers
0

"Every moment in the market is unique.”–Mark Douglas
By
m..Hasan, in
সাধারণ ট্রেডিং আলোচনা
-
Similar Content
-
By munim123
ফরেক্স ট্রেডিং কি সেটা নিয়ে আমি আজকে কিছু আলোচনা করছি না। আজকের আলোচনার বিষয় কিভাবে ফরেক্স ট্রেডিং শিখতে হবে এবং ফরেক্স ট্রেডিং শিখলে আমাদের আসলে কি কি লাভ হবে। তাহলে আসুন শুরু করা যাক -
ফরেক্স আসলে একটা ব্যবসা। সব ব্যবসারই একটা কৌশল থাকে যা শিখতে হয়। আপনি যে ব্যবসাই করেন না কেন সেটা আপনাকে শিখতে হবে। এখন আসল কথা হল,শিখাটা কোথা থেকে শুরু করতে হবে, এটা নিয়ে আমরা ঝামেলাই পরে যাই । আসলে শুরু কোথায় আর শেষ কোথায় হবে ।
ফরেক্স ট্রেডিং এর শুরুতে আপনার কাছে মনে হবে এটা আসলে সোজা, কারণ mt4 platform -এ currency pair buy or sell করা কোন কঠিন কাজ নয়। এখন buy or sell শিখলে কি আপনি লাভ করতে পারবেন ? আমার কাছে মনে হয় আপনি লাভ করতে পারবেন না। আপনি যে কোন ট্রেডিং ব্যবসাই করেন না কেন সেটা যে কোন market - এ হতে পারে । আপনা কে বুজতে হবে ব্যবসাটা আসলে কি ভাবে হচেছ।
Trading business -এর basic কথা হল কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। এই কাজটা কি খুব সোজা মনে হচেছ। কাজ টা সোজা যদি আপনি কোনটা কম দাম আর কোন টা বেশি দাম সেইটা বের করার নিয়মটা আপনি জানেন।মানে আপনাকে একটা tading system follow করতে হবে।
Forex trading -এ basic knowledge থাকলে অন্য সকল প্রকার trading business - এ apply করে লাভ করা যায়।
আমি basic knowledge বলতে বুজাচিছ ----
একটা trading system - যা follow করে আপনি trade করবেন। Trading system -টা আপনাকে খুজে বের করতে হবে।কারন সবাই একই রকম trading system -এ trade করতে পারে না। Price action trading system সবচেয়ে বেশি লাভজনক। তাই আপনাকে price action trading system শিখতে হবে এবং আপনাকে price action a expert হতে হবে।তা হলে অবশ্যই আপনি forex trading থেকে profit করতে পারবেন।
Price action tradins system - এর details জানতে ভিজিট করুন
<a href="http://myfxtime.com/category/strategy/forex-articles">myfxtime</a>
-
By abir0162
এখন থেকে আমি আপনাদের সাথে প্রতি সপ্তাহে আমার ট্রেডিং এনালাইসিস আপনাদের সাথে শেয়ার করবো.
বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও টি দেখুন,
https://www.youtube.com/watch?v=NFEoaxZv-RA
আর ভালো মন্দ যাই হোক না কেন কমেন্ট করতে ভুলবেন না,
Video link
-
By rafi.phrygian
USDCAD technical analysis, 1st August 2016
Critical Resistance 1: 1.32898
Critical Resistance 2: 1.31695
Critical Support 1: 1.29552-1.29100
Trading Stance: Looking to buy the channel support with price action confirmation signal.
For details about this technical analysis along with image visit:
http://www.forexprotech.com/2016/07/31/usdcad-technical-analysis-01-08-2016/
or
http://www.forexprotech.com/
-
By লানজু
ফরেক্সের শুরু থেকে লস করছি সামনেও করব। কারন লস সহজভাবে না মেনে নিতে পারলে প্রফিটের মুখ কখনোই দেখতে পারবেন না।
২০১০ সাল থেকে ট্রেড করার দীর্ঘ পথচলায় কত ট্রেডিং সিস্টেম যে উলটপালট করেছি তার কোন শেষ নেই। ট্রেডিং স্ট্রেটেজির আসলে শেষ নেই। তবে শুরু থেকে ট্রেন্ড এর পক্ষে ট্রেড করতাম এই সিস্টেমটার প্রতি একটা মতব্বত ছিল তাই যত সিস্টেম পেয়েছি যেগুলো ট্রেন্ডের বিপক্ষে যায় একটু বেশি রিস্ক সেগুলো এড়িয়ে চলতাম। তারপর দেখা যায় বিভিন্ন সময় ট্রেড এন্ট্রি নিতাম তারপর দেখা যেত এক্সিট পয়েন্ট নিয়ে ঝামেলায় পড়তাম। সুন্দর একটা এন্ট্রি যদি সঠিক সময়ে এক্সিট বা ক্লোজ না করতে পারেন তাহলে সে ট্রেডটি আর সফল সুন্দর থাকে না। অনেকগুলো ট্রেডিং সিস্টেম এর মধ্যে যেটি আমার সবথেকে বেশি পছন্দের সেটিই আজকে শেয়ার করব। নিয়মিত প্রফিট না করতে পারলেও এভারেজ প্রফিটে থাকতে পারবেন এই সিস্টেমটিতে।
হয়ত অনেকে অনেক জল্পনা কল্পনা করে ফেলেছেন।
যে আজকে পাইছি একখান সিস্টেম সব খায়ালবাম
কিন্তু এই মার্কেটে খায়ালবাম কাইট্টায়ালবাম ইত্যাদি করতে গেলে নিজেই শহীদ হয়ে যাবেন। আর আমি এই সিস্টেমে প্রফিট করি বলে আপনিও পারবেন সেটা কিন্তু বলা যাবে না। কারন ওইযে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে। আমি যেখানে চোখ বন্ধ করে ৫০-৭০ পিপস লস নিলেও গায়ে লাগে না সেখানে দেখা যাবে আপনি ২০ পিপস লস দেখলেই স্টপস উঠিয়ে দিয়ে বড় ধরনের বাশ খাবেন। আবার দেখা যাবে ৫-১০ পিপস প্রফিটে ট্রেড ক্লোজ করে দিবেন যেখানে আমি হয়ত টার্গেট করেছি ৮০-১০০ পিপস। এটাই হলো মূলকথা। ট্রেডিং সিস্টেম সব সময় সহজ রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন প্রেসার আসবে কম। আর একটা কথা কথা লট ঠিকঠাক মত নিবেন। সেটা কিভাবে? এমন লট সাইজ দিবেন যাতে করে ট্রেড অপেন করে মুভি / ঘুমিয়ে যেতে পারবেন শান্তিতে। আশা করি বুঝতে পারছেন।
ট্রেডিং সিস্টেমটি ছোট টাইমফ্রেম উপযোগী। তবে এটি বড় টাইমফ্রেমেও ব্যবহার করতে পারেন।
প্রথমে নিচের ইন্ডিকেটর গুলো ডাউনলোড করে আপনার MT4 এ সেটআপ করে নিন। পাশাপাশি টেমপ্লেট দেয়া আছে সেগুলোও এপ্লাই করে নিন। একটা টেমপ্লেট আছে ১মিনিট চার্টের জন্য আরেকটা রয়েছে ৩০মিনিট চার্টের জন্য।
http://tinyurl.com/hhjgqnt
Trading Tools.zip
আশা করছি সবাই সফলভাবে ইন্ডিকেটর আর টেম্পলেটটি ইন্সস্টল করতে পেরেছেন। এখন নিচের চিত্রগুলো লক্ষ্য করুন:
এখন লক্ষ্য করুন। আমাদের কয়েকটি ধাপ অনুসরন করে এন্ট্রি নিতে হবে।
যখন মার্কেট পিভট পয়েন্টের উপরে:
ধাপ ১ : Two Band ইন্ডিকেটরের লোয়ার ব্যান্ড টাচ করে যখন হাইকেন এশি নীল হবে তখন বাই এন্ট্রি নিবেন। প্রথম নীল হাইকেনে না নিয়ে দ্বিতীয় হাইকেন এশিতে এন্ট্রি নিবেন।
ধাপ ২ : এক্সিট করবেন যখন হায়ার ব্যান্ড টাচ করে হাইকেন এশি লাল হবে তখন। এক্ষেত্রেও প্রথম লাল হাইকেনে না নিয়ে দ্বিতীয় হাইকেন এশিতে এক্সিট করবেন।
যখন মার্কেট পিভট পয়েন্টের নীচে:
ধাপ ১ : Two Band ইন্ডিকেটরের হায়ার ব্যান্ড টাচ করে যখন হাইকেন এশি লাল হবে তখন সেল এন্ট্রি নিবেন। প্রথম লাল হাইকেনে না নিয়ে দ্বিতীয় হাইকেন এশিতে এন্ট্রি নিবেন।
ধাপ ২ : এক্সিট করবেন যখন লোয়ার ব্যান্ড টাচ করে হাইকেন এশি নীল হবে তখন। এক্ষেত্রেও প্রথম নীল হাইকেনে না নিয়ে দ্বিতীয় হাইকেন এশিতে এক্সিট করবেন।
চলুন আজকের চার্টে দেখা যাক। আমি মূলত GBPJPY পেয়ারে ট্রেড করি এই সিস্টেমে এবং সপ্তাহ শেষে এভারেজ প্রফিটে থাকা যায়। মাঝে মাঝে লস হলেও সেটা খুব বেশি না।
৩০ মিনিটের চার্টে দেখা যাচ্ছে আজ সারাদিন মার্কেট পিভট পয়েন্টের উপরে ছিল।
তারমানে আমরা ১মিনিটের চার্টের শুধু বাই এন্ট্রিগুলো নেব আর সেল এন্ট্রি পেলে বাই এক্সিট করে বসে থাকব পরের বাই এন্ট্রির জন্য। চলুন দেখি কোথায় কোথায় ছিল আজকের এন্ট্রিগুলো:
আরো কিছু এন্ট্রি:
বুঝতে পারছেন কিছু.... আচ্ছা আরো দুটো এন্ট্রি দেখুন আর কখন এন্ট্রি ভেলিড না সেটাও দেখে নিন।
সবগুলো এন্ট্রি ধরতে হবে এমন বলছি না। আবার সবগুলো যখন যখন এন্ট্রি দেখিয়েছে ঠিক তখন এন্ট্রি নেওয়াও সমস্যা হতে পারে এজন্য Two Band এর এলার্ট অপশন True করে রাখতে পারেন। এতে করে পপআপ মেজেসের মাধ্যমে আপনি জানতে পারবেন ঠিক কখন লোয়ার অথবা আপার ব্যান্ড টাচ করেছে। নিচের চিত্রটি লক্ষ্য করুন:
অনেক সময় নিয়ে নিলাম। সময়ের মূল্য অনেক। তাই বলব ইন্টারনেটে বেহুদা টাইম নস্ট না করে একটু চোখকান খোলা রেখে বিভিন্ন ওয়েবসাইটে ঘুরাঘুরি করুন। চারপাশে নানা করটেন্ট। আপনার গ্রীন পিপসময় ট্রেডিং লাইফ কামনায় বিদায়। আর একটা কথা লস মেনে নিতে শিখুন। একবার লস করা শিখে গেলে আর পেছনে ফিরে তাকাতে হবে না। লাভ হবেই হবে। শুধু মানি ম্যানেজমেন্ট টা ঠিক রেখে সামনে এগিয়ে যান।
ধন্যবাদ।
-