Hasinoor Rahman 4 Report post Posted November 25, 2017 না আর হচ্ছে না। আগে এত পড়ালেখা না করিয়াও ১০০০ ডলার রে ৫০০০ বানাইলাম। আর এখন ২০০ ডলার রে বানাইয়া ফেললাম ২০০ সেন্ট। কোন এক বিখ্যাত ট্রেডার এর কাছে যাইতে হইবে। শুরু করলাম ফেসবুকে ট্রেডারের খোজ। ইনবক্স এ নক করলাম, রিপ্লাই পাইলাম পরের দিন। বুঝিলাম ইনি অতি ব্যাস্ত মানুষ, সময়ের মূল্য অনেক। তার কাছে কিছু জানতে চাইলাম, তিনি বলিলেন শনি/রবি বার ছাড়া তিনি সময় দিতে পারিবেন না। আমি তাহাকে বলিলাম শনিবারেই তার সাথে দেখা করিতে চাই। তিনি অনেক সময় পর রিপ্লাই দিলেন, সাথে এও বলিয়া দিলেন ১ ঘন্টার বেশি সময় দিতে পারিবেন না। শনিবারে গেলাম তার কাছে। তাকে সব কিছু বলার পর তিনি বলিলেন "তোমার ভাগ্য তো এখন হাইয়ার লো (HL) তে আছে। " তাহার একখানা কথা শুনিয়াই বুঝিতে পারিলাম যে তাহার রক্তে মিশিয়া আছে ফরেক্স। মনে মনে সংকল্প করিলাম সেই মুহুর্তেই "যে কোন ভাবেই তাহার থেকে ফরেক্স এর বিদ্যা নিতে হইবে"। তাহার কাছে কিছু উপদেশ চাইলাম, তিনি যাহা বলিলেন তাহার সারমর্ম দাড়াইলো "ফ্রি ইন্ডিকেটর এর মোহে পরিওনা বাছা, টাকা দিয়ে ইন্ডিকেটর কিনিলে তবেই না মিলিবে টাকা।"। আমি এতক্ষনে তাহার সাথে কথা বলিতেছিলাম এক চায়ের দোকানে বসিয়া। তিনি অনেক আগেই চায়ের অর্ডার দিয়েছিলেন কিন্তু কোন এক অজানা কারনে চা আসিতেছিলো না আমাদের কাছে। আমাকে ফিরিতে হইবে। চায়ের দোকানে বসে ৪ ঘন্টা কাটিয়ে ফেলেছি, এর মাঝে অনেকবার তাহার মোবাইলে রিংটোন বাজিতে শুনিয়াছি, কিন্তু তিনি কারো কল ই রিসিভ করেন নাই। আমি তাহাকে বলিলাম "ভাই সাহেব এবার আমাকে উঠিতে হইবে" তিনি আমাকে আরো কিছুক্ষন বসিতে বলিয়া চায়ের দোকানিকে কানে কানে কিছু বলিয়া আসিলেন। তাহার ৫-৭ মিনিট পর চা আসিলো। আমরা চা পান করে দোকান থেকে বের হইয়া যার যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এর মাঝে তিনি আমাকে বিদায় জানাইয়াছেন। আমি CNG তে উঠতে গিয়ে আমার মোবাইলের কথা মনে হইলো। আমি চায়ের দোকানের টেবিলের উপর মোবাইল রাখিয়া চলিয়া আসিয়াছি। তাই আবার ফিরলাম সেই চায়ের দোকানে। চায়ের দোকানিকে মোবাইলের কথা বলতেই তিনি মোবাইলটা বের করে দিলেন। আমি ভাবিলাম আর এক কাপ চা আর একটা সিগারেট খাইলে মন্দ হয় না। চায়ের অর্ডার দিয়ে সেই সাথে একটা সিগারেট চাইলাম। দোকানি ২-৩ মিনিটের মাথায় চা নিয়ে আসিলো, তারপর সিগারেট আনিয়া আমার হাতে দিয়া বলিলো "ভাই আপনি যাহার সাথে এখানে আসিয়াছিলেন তাহার থেকে সাবধান থাকিবেন, তিনি প্রতিদিন লাখ টাকা ইনকাম করিলেও চায়ের দোকানের বাকি পরিশোধ করার মত টাকা আজও ইনকাম করেছেন কিনা সেটা আমার জানা নাই, আর যাহারা এতক্ষনে তাহাকে ফোন দিতেছিলো তাহারা কেউ কিছু শেখার জন্য ফোন দিতেছিলো না, বরং তাহার কাছ থেকে পাওনা টাকা চাহিবার জন্য ফোন দিতেছিলো"। অতঃপর চায়ের দোকানদার কে বিল পরিশোধ করে একটা ধন্যবাদ দিয়ে চলিয়া আসিলাম। আর বুঝিতে পারিলাম আমি HL তে থাকিলেও তিনি LL এর ও অনেক নিচে আছেন। সম্ভবত তাহার মার্জিন কলে ট্রেড ক্লোজ হইতে আর বেশি দেরী নাই। বিঃদ্রঃ একান্তই কাল্পনিক। আমার বাস্তব জীবন এর উলটো। 1 Quote Share this post Link to post Share on other sites
yousufbhuya 0 Report post Posted July 5, 2019 moja pailam Quote Share this post Link to post Share on other sites