আপনি কোন ব্রোকারে ট্রেড করেন?
496 members have voted
-
1. আপনি কোন ব্রোকারে ট্রেড করেন?
-
XM693
-
Instaforex350
-
Exness183
-
Hotforex199
-
Roboforex52
-
Others339
-
- ভোট দিতে লগিন বা রেজিস্ট্রেশন করুন।
-
Similar Content
-
By ForexMama
ভিজিট ঃ https://www.xm.com/motorbike-promo-bangladesh-june-2020
মাত্র ১ লট কমপ্লিট করতে হবে।
-
By ForexMama
এক্সএম এর ট্রেড করুন বাইক জিতুন প্রমোতে মাত্র ১০০ ইউএসডি জমা করে, ১ স্ট্যান্ডার্ড লট সম্পন্ন করতে হয়।
১ লট কম লস বা লস না করে যেভাবে ট্রেড করতে পারেনঃ
মুভিং এভারেজ ১০০ এবং ৫০০ দুইটা নিয়ে, টাইম ফ্রেম থাকবে ১৫ যেই পেয়ারগুলোতে লিকোইডিটি বেশি মানে স্প্রেড তুলনামূলক ভাবে কম থাকে সেইগুলো ট্রেড করতে পারেন।
নিচের ছবিটা দেখুন, তবে এটাই সহি সত্ত উপায় না হয়ত আরও ভাল স্ট্রেটেজি থাকতে পারে, ট্রেড করুন কিন্তু লস না করুন।
বাইক প্রমো সম্পর্কে বিস্তারিত জানতেঃ https://www.xm.com/bn/motorbike-promo-bangladesh-june-2020
,
-
By ForexMama
যারা নরমালি ১/২ লট বা তার বেশি ট্রেড করেন, তারা এক্সএম এর বাইক প্রমো জয়েন করে, মাত্র ১ লট কমপ্লিট করে রাখতে পারেন।
ইয়ামাহা এফজেড ভি৩ বাইক সহ আরও অনেকগুলো ভাল ভাল প্রাইজ দেয়া হবে রেফেল ড্র এর মাধ্যমে।
বিস্তারিত জানুন - https://www.xm.com/bn/motorbike-promo-bangladesh-june-2020
-
By Tozammel
I need a forex broker which have the following criteria:
1. Provide swap free account.
2. There is no limit of open trades or higher limits like 3000/4000 trades ( some brokers limits 200 trades)
3. Provide micro lot. And minimum lot will be 0.01
4. No fee or Commission on carry trade. I can carry a trade for years.
5. Allow hedgeing
-
By masteroffx2018
প্রায়ই একটি প্রশ্ন চোখে পড়ে নতুন ট্রেডারদের কাছ থেকে।
প্রশ্নটি হলঃ ভাল ব্রোকার কোনটি? কিভাবে ভাল ব্রোকার চিনতে পারব?
এই প্রশ্নের উত্তরে যে যার মত আইবি কমিশন পাওয়ার আশায় একটি বস্তাপচা ব্রোকারকেও দুনিয়ার সেরা ব্রোকার বানিয়ে দিতে উঠে পড়ে লাগে! অর্থাৎ যে ব্রোকার হোয়াইট লেভেল, লোকাল অথরিটি দিয়ে পরিচালিত হয়, যে ব্রোকারের কোন সার্টিফায়েড লিকুইডিটি প্রোভাইডার নেই, যারা নিজেরাই ট্রেডারদের ট্রেড অর্ডার নিজেদের ফান্ডে ফরওয়ার্ড করার মাধ্যমে টোটাল সিস্টেমকে ম্যানিপুলেট করে, তারাও এসব নোংরা মার্কেটিং এর ফাঁদে পড়ে হয়ে যায় দুনিয়ার সেরা ও শ্রেষ্ঠ ফরেক্স ব্রোকার!! ভাবা যায়?
আজ আমি সহজেই বুঝিয়ে দেব নির্ভরযোগ্য ব্রোকার চেনার উপায়।
বাঙ্গালি ট্রেডার মুলত স্ক্রিল বা নেটেলার পেমেন্ট ওয়েতে ব্রোকারে ডিপোজিট ও উইথড্র করে থাকে। স্ক্রিল, নেটেলার নামের এই পেমেন্ট ওয়ে নিয়ে কোন ট্রেডারই কিন্ত সন্দেহ পোষন করে না। তাহলে ব্রোকার নিয়ে কেন এতো সন্দেহ?
স্ক্রিল বা নেটেলার নির্দিষ্ট ফান্ড সিকিউরিটি অথরিটির কাছে দায়বদ্ধ থাকে বলেই তারা ইউজারদের ফান্ডের নিরাপত্তা দেয়।
আচ্ছা বিষয়টা যদি এমন হয় যে, এই স্ক্রিল বা নেটেলার তাদের ইউজারদের ফান্ড সিকিউরিটি ইস্যুতে যে রেগুলেশন নিয়ে রেখেছে, কোন ব্রোকার যদি সেই একই রেগুলেশন নিয়ে থাকে ট্রেডারদের ফান্ড সিকিউরিটির জন্য, তাহলে বিষয়টি কেমন হয়? আপনারা জানেন কি, স্ক্রিল বা নেটেলার কোন রেগুলেশন মেনে চলে?
আসুন জেনে নেই। স্ক্রিল বা নেটেলার তাদের ইউজারদের জন্য শুধুমাত্র একটি রেগুলেশন নিয়ে রেখেছে। আর এটাই তাদের ইউজারদের ফান্ড সিকিউরিটির জন্য যথেষ্ট। লক্ষ লক্ষ ইউজার নিশ্চিন্তে এই পেমেন্ট মাধ্যম ব্যবহার করছে কোটি কোটি ডলার লেনদেনের জন্য।
আর সেই রেগুলেশনের নাম FCA যাকে Financial Conduct Authority বলা হয়। এরা ক্লায়েন্টের যে কোন এমাউন্টের সিকিউরিটি দিয়ে থাকে।
আপনার ব্রোকার যদি FCA UK রেগুলেটেড হয়, তবেই স্ক্রিল বা নেটেলারের মত নিশ্চিন্তে ট্রেড করতে পারেন।
প্রথমেই জেনে নেবেন যে, ব্রোকার FCA UK রেগুলেটেড কি না?
উত্তর হ্যা হলে, এরপর বাকি বিষয় জেনে নিন। যেমন, লেভারেজ, স্প্রেড, কমিশন, হেজিং সুবিধা প্রভৃতি।
এগুলো আপনার চাওয়ার সাথে মিলে গেলে তবেই সেই ব্রোকারে ট্রেড করা শুরু করতে পারেন।
আশা করছি আজকের পর থেকে ভাল থাকবেন আরও ব্রোকারের ব্যাপারে।
Trade with a full trusted & True ECN broker:
-