rafi2014 113 Report post Posted March 6, 2015 আমার দেশের সোনার ছেলেরো কবে যে এমন ধনী হবে। আমার দেশের সোনার ছেলেরা সোনা পাচার আর বাবার(ইয়াবা) নেশায় বুদ। আরে বেটা ধনী হওয়া তো বিরাট এক কামের নেশা হেই নেশায় বুদ হ! দেশ ও দশের উপকার কর। একটা ছোট গল্পঃ 1980 সাল- আমার দেশের ধনী বোবার ছেলেঃ বাবা এক টাকা দাও। বাবাঃ কি করবি ছেলেঃ মজা কিইন্ন্যা খামু। অতপর বাবা তার আদরের সন্তানকে পয়সা দেয় ছেলে নাচতে নাচতে মজা কিনতে যায়। 2000 সালঃ ছেলেঃ বাব পাঁচ হাজার টাকা দাও। বাবািঃ কি করবি? ছেলেঃ ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে যাবো। বাব টাকা দেয় ছেলে ফ্রেন্ড নয় গার্লফ্রেন্ড নিয়ে নাচতে নাচতে ঘুরতে গেল। 2010 সালঃ ছেলেঃ বাবা পঞ্চাশ হাজার টাকা দাও। বাবাঃ কি ব্যাপার মাই সান। ছেলেঃ বাব তুমি বড় বেশী কথা বলো। অতপর বাবা টাকা দেয় আর ছেলে নাইট পার্টিতে গিয়ে বাবা,শিশা খাইয়া খুশী হইয়া নিশি কন্যাদের সাথে নাচতে থাকলো। এই যদি হয় আমার দেশের সোনার ছেলেদের অবস্থা তবে দেশ কি মামু আপনা আপনি উন্নতি করবো। আর হালায় আমরা ফরেক্স লইয়া বিস্তর এক গবেষণা লাগাই দিছি। হারাদিন পায়ের ঘাম মাথায় ফেইল্লা হাজার হাজার এনালাইসিস কইরা দুই চাইর ডলার কামাই বছর শেষে হেই ডলার দেশ আইন্না গর্বে বুক দশ ইঞ্চি ফুলাইয়া ভাবি আহারে কি একখান কাম করলাম দেশে বইয়া বাইর থাইক্কা লেমিটেন্স আনলাম। হায়রে ফরেক্স পাগল জাতি তোদের সারা বছরের ইনকাম আমার দেশের সোনা ছেলের দুর্নিতী গ্রস্ত বাপের এক ঘন্টার ইনকাম-তাহার সোনার বাপধন প্রতিদিন নাইট কালাবে যে টাকা হালাল করে তা আমাদের এক মাসের কামাই থেকেও বেশী। দিল খূশ হয়ে বলতে চাই---- আমার দেশে সেই ছেলে হবে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। থুক্কু দ্বিতীয় লাইনটা ভুল হইছে-দ্বিতীয় লাইনটা হইবো কাজে না বড় হয়ে ইয়াবায় বড় হবে। প্রিয় ভাই ও বোনেরা এবং সুধী(নট সুদি-কেউ খবরদার সুদি পড়বেননা) সমাজ ভাল থাকবেন । যে যার মত যুদদ্ধ চালায়া যান। 5 Quote Share this post Link to post Share on other sites
Md Sohrab Hossain 21 Report post Posted March 6, 2015 . . . . Quote Share this post Link to post Share on other sites
ripon0012 167 Report post Posted March 6, 2015 :bijoy: 1 Quote Share this post Link to post Share on other sites
bayzid 4 Report post Posted January 15, 2016 . . . .2010 সালঃ ছেলেঃ বাবা পঞ্চাশ হাজার টাকা দাও। বাবাঃ কি ব্যাপার মাই সান। ছেলেঃ বাব তুমি বড় বেশী কথা বলো। অতপর বাবা টাকা দেয় আর ছেলে নাইট পার্টিতে গিয়ে বাবা,শিশা খাইয়া খুশী হইয়া নিশি কন্যাদের সাথে নাচতে থাকলো। এই যদি হয় আমার দেশের সোনার ছেলেদের অবস্থা তবে দেশ কি মামু আপনা আপনি উন্নতি করবো। rellay etai hocche Quote Share this post Link to post Share on other sites