Jump to content
Sign in to follow this  
forexnews

ইউরো এবং ডলারের এ সপ্তাহের গুরুত্বপূর্ণ নিউজগুলো (৩১মার্চ-৪ এপ্রিল)

Recommended Posts

ইউরো/ডলার গত সপ্তাহে ডাউন্ট্রেন্ডে ছিল,কারন হিসেবে বলা যায় ইসিবি মেম্বারদের ডোভিশ বক্তব্য। তবে যেকোনো সময় মার্কেটে চমক দেখা যেতে পারে, তাই দেখা যাক এই সপ্তাহে কি কি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। গত সপ্তাহের জার্মান বিজনেস কনফিডেন্সের রেজাল্ট খারাপ আশা ও ডলারের কনজিউমার কনফিডেন্স বেশ ভাল আশা এবং আনিমপ্লয়মেন্ট রেজাল্ট কম আশা ইউরো/ডলারের এই রূপ মুভমেন্ট এর প্রধান কারন।

 

D2NinUI.png

 

এই সপ্তাহের EURO এর গুরুত্বপূর্ণ কিছু নিউজঃ
 

জার্মান রিটেইল সেলস(German Retail Sales) সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২.০০ মিনিটে এই নিউজটি প্রকাশিত হবে। জানুয়ারী মাসে জার্মান রিটেইল সেল অনেক ভাল বেড়েছিল যা জার্মান ইকনমিকে ভাল বুস্টআপ করে ছিল। তবে এইবার এর ফলাফল ০.৩% কম আসবে বলে ধারনা করা হচ্ছে।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
 
 
সিপিআই ফ্ল্যাশ এস্টিমেট(CPI Flash Estimate) সোমবার বাংলাদেশ সময় দুপুর ৩.০০ মিনিটে এই নিউজটি প্রকাশিত হবে।  মুদ্রাস্ফীতি ইউরোজোনে অনেকটা ফেব্রুয়ারী মাসের গতিতেই বেড়েছে। খাদ্য,এনার্জি, মদ ও টোব্যাকো এর মূল্য ফেব্রুয়ারীতে ১% বেড়েছে। এইবার আশা করা যাচ্ছে ০.৬% বাড়বে।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
 
 
ম্যানুফ্রাকচার পিএমআই(Manufacturing PMIs)মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১.১৫ মিনিটে স্প্যানিশ ও ১.৪৫ মিনিতে ইতালির এই নিউজটি প্রকাশিত হবে। ফেব্রুয়ারীতে ইতালি ম্যানুফ্রাকচারিং রেজাল্ট ৫৩.১০ থেকে কমে ৫২.৩ তে দাঁড়ায়। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত এভ্যারেজ ম্যানুফ্রাকচারিং পিএমআই হচ্ছে ৫১.২৩।এই বার স্পেনের ৫২.৯ ও ইতালির ৫২.২ আসবে বলে ধারনা করা হচ্ছে।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
 
 
জার্মান আনিমপ্লয়মেন্ট চেঞ্জ(German Unemployment Change) মঙ্গলব্বা বাংলাদেশ সময় দুপুর ১.৫৫ মিনিটে এই নিউজটি প্রকাশিত হবে।  জার্মান আনিমপ্লয়মেন্ট গত ফেব্রুয়ারী মাসে গত দেড় বছরের মধ্যে সবচেয়ে কম  ১৪,০০০ এসেছিল। এইবার এই রেজাল্ট আরও কম অর্থাৎ ৯,০০০ আসবে বলে ধারনা করা হচ্ছে।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
 
 
আনিমপ্লয়মেন্ট রেট(Unemployment Rate) মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ৩.০০ মিনিটে এই নিউজটি প্রকাশিত হবে। ইউরোজোনের ১৮টি মেম্বার স্টেটের আনিমপ্লয়মেন্ট রেট গত জানুয়ারীতে অপরিবর্তিত ছিল ১২% এ।  স্পেন ও গ্রিসের আনিমপ্লয়মেন্ট রেট যথাক্রমে ২৫% ও ২৮% যা অন্যান্য স্টেট গুলোর চেয়ে অনেক বেশি। এই বার ও আনিমপ্লয়মেন্ট রেট অপরিবর্তিত থাকবে বলা ধারনা করা হচ্ছে।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
 
 
ইসিওফিন মিটিং(ECOFIN Meetings) মঙ্গলবার বাংলাদেশ সময় সারা দিন যাবত নিউজটি প্রকাশিত হবে। ইসিওফিন মিটিং ব্রাসেলসে ইউ ফিন্যান্স মিনিস্টারদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। বিভিন্ন অর্থনৈতিক ইস্যু ও পলিসি নিয়ে কথা ও আলোচনা হবে।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
 
 
সার্ভিস পিএমআই(Services PMIs) বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১.১৫ মিনিটে স্প্যানিশ ও ১.৪৫ মিনিতে ইতালির এই নিউজটি প্রকাশিত হবে। স্পেনের সার্ভিস সেক্টর তার উন্নতির ধারা ধরে রেখে ফেব্রুয়ারী মাসে ৫৩.৭ এ পৌছায়। যদিও এই উন্নতির ধারে খুবই ধীর তবে এই এফেক্ট ইকনমিতে পড়ছে। এইবার স্পেনিশ সার্ভিস পিএমআই ৫৪.১ এ যাবে যদিও ইতালির রেজাল্ট ৫২.৩ আসবে বলা ধারনা করা হচ্ছে।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
 
 
ইসিবি প্রেস কনফারেন্স( ECB Press Conference) বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৬.৩০ মিনিটে এই নিউজটি প্রকাশিত হবে। এই খানে ইসিবি প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট বক্তব্য রাখবেন।এই নিউজ দ্বারা ইসিবি মেম্বাররা তাদের মুদ্রানীতি ও অন্যান্য পলিসি ও রিসেন্ট ইন্টারেস্ট রেট ইত্যাদি নিয়ে আলোচনা করবেন।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
 
 
জার্মান ফ্যাক্টরি অর্ডার(German Factory Orders) শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ৪.০০ মিনিটে এই নিউজটি প্রকাশিত হবে। জার্মান ফ্যাক্টরি অর্ডার গত জানুয়ারী মাসে ১.২% বেড়েছিল ।এই বাড়ার কারন ছিল ফরেন ডিমান্ডের বৃদ্ধি। এইবার আরও ০.৫% বাড়বে বলে ধারনা করা হচ্ছে।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
 
 

এই সপ্তাহের USD এর গুরুত্বপূর্ণ কিছু নিউজঃ
 
 
আইএসএম ম্যানুফ্রাকচারিং পিএমআই(ISM Manufacturing PMI) মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০০ মিনিটে এই নিউজটি প্রকাশিত হবে। এই নিউজ দ্বারা ম্যানুফ্রাকচারিং ইন্ডাস্ট্রি ইনডেক্স প্রকাশ করা হয়। এই নিউজ কারেন্সির অবস্থা ও মার্কেট কন্ডিশন এর সাথে খুব ভালভাবে সম্পর্কিত। তাই এটি খুব গুরুত্বপূর্ণ নিউজ।এইবার ফলাফল ৫৪.২ আসবে বলে ধারনা করা হচ্ছে।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
 
 
এডিপি নন-ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ(ADP Non-Farm Employment Change) বুধবার বাংলাদেশ সময় বিকাল ৬.১৫  মিনিটে এই নিউজটি প্রকাশিত হবে। এই নিউজ দ্বারা ফারমিং ও গভরমেন্ট এমপ্লয়ই বাদে অন্যান্য খাতে এমপ্লয়েড লোকের শোঁখা প্রকাশ করা হয়।গতবার এর ফলাফল ১৩৯,০০০ আসলেও এইবার ফলাফল ১৯২,০০০ আসবে বলে ধারনা করা হচ্ছে।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
 
 
ফ্যাক্টরি অর্ডারস(Factory Orders) বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০০ মিনিটে এই নিউজটি প্রকাশিত হবে। এই নিউজ দ্বারা ম্যানুফ্রাকচার এর পারচুজ অর্ডার প্রকাশ করা হয়।এটি দ্বারা গতবার ও এই বারের ফ্যাক্টরি অর্ডার এর তফাত বুঝা যায়। এই বার ফলাফল ১.৩% আসবে বলা ধারনা করা হচ্ছে।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
 
 
আনিমপ্লয়মেন্ট ক্লেইম(Unemployment Claims) বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৬.৩০ মিনিটে এই নিউজটি প্রকাশিত হবে। এই নিউজ দ্বারা গত সপ্তাহে কারা প্রথমবারের মত আনিমপ্লয়মেন্ট ইন্সুরেন্স এর জন্য অ্যাপ্লাই করেছে তাদের সংখ্যা প্রকাশ করা হয়।একচুয়াল ফরকাস্টের চেয়ে ভাল হলে তা কারেন্সির জন্য ভাল।এইবার এই ফলাফল 319 k আসবে বলে আশা করা হচ্ছে।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
 
 
নন-ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ(Non-Farm Employment Change) শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৬.৩০ মিনিটে এই নিউজটি প্রকাশিত হবে। এই নিউজ দ্বারা গত মাসের নন-ফার্ম এমপ্লয়েড লোকের সংখ্যা প্রকাশ করা হয়।এর আগের নিউজ 175k ছিল।তবে এই বার 196k আসবে বলে ধারনা করা হচ্ছে।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি
 
 
আনিমপ্লয়মেন্ট রেট(Unemployment Rate)  শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৬.৩০ মিনিটে এই নিউজটি প্রকাশিত হবে।  এই নিউজ দ্বারা কত পারসেন্ট লোক আনিমপ্লয়েড আছে ও কি সংখ্যক লোক গত মাসে ইমপ্লয়মেন্ট খুঁজছে তার সংখ্যা প্রকাশ করা হয়।যদিও এর পরিমাণ ধারাবাহিক ভাবে কমছে ২০১৩ ডিসেম্বর হতে তবে গত মাসে এর পরিমাণ কিছুটা বেড়ে আবারও ৬.৭% হয়ে। এইবার ৬.৬% আসবে বলে ধারনা করা হচ্ছে।
 
বিস্তারিতঃ ফরেক্স ফ্যাক্টরি

 

 

 

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ অত্যাধিক ঝুঁকি নিয়ে নিউজ ট্রেড করা অসংখ্য ট্রেডিং অ্যাকাউন্টের অকাল মৃত্যুর অন্যতম কারণ।

  • Love 3

Share this post


Link to post
Share on other sites

অত্যাধিক ঝুঁকি নিয়ে নিউজ ট্রেড করা অসংখ্য ট্রেডিং অ্যাকাউন্টের অকাল মৃত্যুর অন্যতম কারণ।

vai fx e notin tai bolchi. Tahole ki vai news treading korbona. Arnahole kon hon somosa news treading a ache ektu jodi bolten vai.

Share this post


Link to post
Share on other sites

অত্যাধিক ঝুঁকি নিয়ে নিউজ ট্রেড করা অসংখ্য ট্রেডিং অ্যাকাউন্টের অকাল মৃত্যুর অন্যতম কারণ।

vai fx e notin tai bolchi. Tahole ki vai news treading korbona. Arnahole kon hon somosa news treading a ache ektu jodi bolten vai.

ভাই বুঝে ট্রেড করুন, নিউজ ট্রেড ম্যানি-ম্যানেজমেন্ট মেনে করলে লস কম হবার সম্ভাবনা থাকে

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Loading...
Sign in to follow this  

বিডিপিপস চ্যাট রুম

বিডিপিপস চ্যাট রুম

    চ্যাট করতে লগিন বা রেজিস্ট্রেশন করুন।
    ×
    ×
    • Create New...