
বেসিক স্ট্রাটেজি # 100 PIPS প্রতিদিন
By
TOMAL2, in ট্রেডিং স্ট্রাটেজি
-
Similar Content
-
By TOMAL2
যারা মার্কেটে ক্যান্ডল স্টিক প্যাট্টার্ন Recognize করতে পারেন না। তাদের জন্য এই Indicator টি কাজে লাগবে আশা করছি। এখন থেকে আপনাকে কষ্ট করে Candle Sticks এর নাম এবং মার্কেট এ কি প্রভাব ফেলতে পারে অর্থাৎ বাই না সেল মনে রাখতে হবে না।
Indicator টির নাম Pattern Recognition Master V3
এবার আসা কাজ কাজের কথায় এই Indicator টি সিগন্যাল দিয়ে জানিয়ে দিবে চার্ট এ নতুন কোন Candle Stick Pattern তৈরি হলে। Bullish এবং Bearish উভয় সিগন্যাল চার্ট এ শো করবে।
চার্ট এর বাম পাশে নাম সহ candle sticks এর সিগন্যাল দু ভাগে ভাগ করে দেয়া আছে।
Bearish ( SELL SIGNAL)
Bullish ( BUY SIGNAL )
SS 2,3,4
Shooting Star
HMR 2,3,4
Bullish Hammer
E_Star
Evening Star
M_Star
Morning Star
E_Doji
Evening Doji Star
M_Doji
Morning Doji Star
DCC
Dark Cloud Pattern
P_L
Piercing line Pattern
S_E
Bearish Engulfing Pattern
L_E
Bullish Engulgfing Pattern
মার্কেট কিভাবে কাজ করে এর দুটি উদাহরন বক্স আকারে দেখান হয়েছে। 1 নং বক্স এ দেখা যাচ্ছে S_E অর্থাৎ Bearish Engulfing pattern আসছে। যা মার্কেট Sell এর সিগন্যাল দিচ্ছে। এবং মার্কেট Down.....
২য় বক্স এ দেখা যাচ্ছে HMR 2 ,Bullish Hammer আসছে যা একটি বুলিশ সিগন্যাল অর্থাৎ BUY SIGNAL. মার্কেট UP...
কি সহজ না?
Download Link: Mediafire http://www.mediafire...n_Master_v3.mq4
আপনার ব্রোকার যদি ৫ ডিজিট অর্থাৎ পিপেটিস হয় তাহলে, ইনডিকেটর অ্যাপ্লাই করায় সময় নিচের বক্স এ "false" এর পরিবর্তে "true" Select করুন।
Pattern_Recognition_Master_v3.mq4
-
By TOMAL2
সাভার ট্রাডেজিতে যারা প্রান হারালো, মহান রাব্বুল আলামিন এর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
USD/JPY Weekly আউটলুক
গত সপ্তাহের Sharply Deccline থেকে এইটুকু বলা খুব সহজ যে পেয়াটির আপট্রেন্ড Consolidation এর জন্য আরও একটি বোটম তৈরি করতে যাচ্ছে। এবং এর ধারাবাহিকতাই আশা করছি USD/JPY আরও Deccline মার্কেটে দেখতে পাবো। তবে 95.74 পর্যন্ত এই Deccline এর সীমা হতে পারে। ব্রেক হলে হয়তো নতুন করে ভাবতে হবে পেয়ারটির ডাউনট্রেন্ডের সীমা নিয়ে। অপরদিকে 100.00 প্রাইস Strong Support হিসেবে কাজ করছে যার ব্রেক হয়তো Fibo 161.8% @ 104.50 প্রাইস জোনকে টেস্ট করাতে পারে।
EUR/USD Weekly আউটলুক
গত সপ্তাহে EUR/USD 1.3201 থেকে 1.2954 প্রাইসে Low তৈরি করেছে। তবে এই মুভমেন্টকে Corrective Trend বলা যেতে পারে। তবে 1.2746 থেকে শুরু হওয়া আপ ট্রেন্ড 1.3201 প্রাইসে গিয়ে শেষ? এটা এখনো পরিষ্কার নয়। এখন মুভমেন্ট Neutral রয়েছে। 1.2954 এর ব্রেক প্রাইস এর ডাউন সাইড মুভমেন্ট কে Strong করবে এবং 1.2746 কে Retest করার সম্ভাবনা বাড়াবে। অপরদিকে 1.3128 এর ব্রেক Fibo 61.8% ( 1.3710 to 1.2746 @ 1.3342) কে Retest করার সম্ভাবনা বাড়াবে।
GBP/USD Weekly আউটলুক
গত সপ্তাহে GBP/USD sharply 1.4830 থেকে শুরু হওয়া আপট্রেন্ডকে Resume করে এবং এখনো আপট্রেন্ডে রয়েছে। আশা করছি এই আপট্রেন্ডের ধারা পেয়াটিকে প্রথমে Fibo 50% @ 1.5606 এবং এরপর Fibo 61.8% @ 1.5789 প্রাইসে নিয়ে যেতে পারে ( High 1.6381 to Low 1.4830)। Minor support 1.5418 এর ব্রেক পেয়ারটিকে Neutral মুভমেন্টে নিয়ে যেতে পারে অর্থাৎ বেয়ারিশ মুভমেন্ট এর জন্য আরেকটি ধাপ পার করতে হবে GBP/USD কে। তবে Upper Trend line কে টেস্ট করে প্রাইস নিচে আসলেও Fibo 23.8% @ 1.5196 এর ব্রেক না হওয়া পর্যন্ত এই আপ ট্রেন্ড Valid থাকতে পারে। তাই আশা করছি এই সপ্তাহে পেয়ারটির Overall মুভমেন্ট আপট্রেন্ড থাকবে।
ভালো লাগলে জানাবেন। প্রেরনা পাবো।
-
By TOMAL2
EUR/USD ২৪ এপ্রিল ২০১৩
EUR/USD মুভমেন্ট বেয়ারিশ রয়েছে 1.2973 প্রাইসে Low তৈরি করেছে। আগে যেমনটা বলেছি 1.2746 থেকে প্রাইসের ঊঠে যাওয়া Downtrend Consolidation ছিল এবং Consolidation এখন প্রায় শেষ। তাই আশা করছি মার্কেট এখন Deeper Decline দেখতে পাবো যা 1.2746 Low কে Retest করতে পারবে তবে প্রথম টার্গেট 1.2900 price zone। এবং 1.2746 প্রাইসের ক্লিয়ার ব্রেক হলে 1.3710 থেকে শুরু হওয়া ডাউন ট্রেন্ড আবার শুরু হবে। অপরদিকে 1.3128 Minor Support এর ব্রেক 1.3201 কে টেস্ট করার সম্ভাবনা বাড়াবে।
USD/JPY ২৪ এপ্রিল ২০১৩
USD/JPY 98.48 প্রাইসে নতুন সাপোর্ট তৈরি করলেও Resistance আগের 99.94 আছে। তাই Resistance ব্রেক মার্কেটকে 105 zone এ নিয়ে যেতে পারে। তাছাড়া ৪ ঘণ্টার চার্টে 55 EMA কে সাপোর্ট করেছে যা প্রাইসের Neutral মুভমেন্টকে আরও Strong করেছে। তাই সবমিলিয়ে পেয়ারটির মুভমেন্ট Neutral বলা যেতে পারে এবং Long ( Buy) এর জন্য Resistance 99.94 এবং Short ( Sell) এর জন্য 55EMA Support 98.48 এর ব্রেক পর্যন্ত Wait করলে ভালো হয়।
USD/CHF
USD/CHF Upside মুভমেন্ট 0.9206 থেকে শুরু করে 0.9460 প্রাইসে Higher High তৈরি করেছে। পেইয়ারটির Near Forecast আশা করছি বুলিশ হতে পারে এবং টার্গেট করতে পারে 0.9566 Resistance. তবে 0.9566 এর ব্রেক Fibo 100% @ 0.9751( 0.9021 to 0.9566 ) টার্গেট করতে পারে। USD/CHF Overall movement বুলিশ।
GBP/USD ২৪ এপ্রিল ২০১৩
Fibo 38.2% @ 1.5422 প্রাইসে বহাল থাকা পর্যন্ত আশা করছি মার্কেট আরও নিচে নামবে। তবে সাপোর্ট 1.5032 এর ব্রেক 1.6380 থেকে শুরু হওয়া ডাউন ট্রেন্ডকে বেগবান করবে। অপরদিকে ট্রেন্ড লাইন সাপোর্টকে মার্কেট টেস্ট করে আবার উপরে উঠে যেতে পারে তাই এখন মুল বিষয় হচ্ছে Lower Trendline এর প্রতি নজর রাখা। এর ক্লিয়ার ব্রেক হয়তো প্রাইস কে আবার 1.4500 দিকে নিয়ে যাবে। তবে ক্লিয়ার ব্রেক না হলে প্রাইস আবার আপ ট্রেন্ডের যাত্রা শুরু করতে পারে প্রথম টার্গেট Fibo 38.2% @ 1.5422 এবং ২য় টার্গেট Fibo 61.8% @ 1.5788। তবে আজকে হয়তো GBP/USD এর মার্কেট বেয়ারিশ থাকতে পারে।
-