রায়বাবু 4 Report post Posted July 28, 2013 <p>Bhai, post-er jonnobad ,<br /> Bank-er swift code ki bank-er main swift code debo naki amar je branch-e account acche tar swift code debo.<br /> J-mon,<br /> Islamic bank-er main swift cone holo: IBBLBDDH<br /> Kindo amader brahmanbaria branch-er swide code holo: IBBLBDDH196</p> <div style="overflow: hidden; color: rgb(0, 0, 0); background-color: rgb(255, 255, 255); text-align: left; text-decoration: none; border: medium none;"><br /> </div> <div style="overflow: hidden; color: rgb(0, 0, 0); background-color: rgb(255, 255, 255); text-align: left; text-decoration: none; border: medium none;">Amar o ekoi question tanvir vi..........</div> Share this post Link to post Share on other sites
Forex Faruq 1 Report post Posted October 31, 2013 Insta Forex থেকে কিভাবে skrill এ উইথড্র করবো?? বিস্তারিত জানালে খুব উপকার হবে Share this post Link to post Share on other sites
ar542952 10 Report post Posted November 4, 2013 bangladesh theke kon kon bank a neteller dia money withdraw kra jay. bank name and swift code please karo jana thakle share karun. Share this post Link to post Share on other sites
AlbariIslam 3 Report post Posted November 30, 2013 "Amount to withdraw" box er niche likha ache max USD 0.28........ tahole ki $ o.28 er beshi ammount withdraw kora jabe na......... Share this post Link to post Share on other sites
sohelanis 6 Report post Posted November 30, 2013 good post vai notunder jonno, Amio test purpose e 50$ transfer koresilam skrill theke abong seta 2-3 working days er majey amer city Bank e chole ase..so ami jani jara ekono koren ni tader jonno ai post ta khub e..important.. Share this post Link to post Share on other sites
Niyamat 19 Report post Posted January 15, 2014 আমি কিছুদিন আগে মানিবুকারস/স্ক্রিল থেকে ব্যাংকে একটি ছোট্ট টেস্ট উইথড্র দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল ২টি। প্রথমত, মানিবুকারস থেকে ব্যাংকে উইথড্র করার একটি অভিজ্ঞতা অর্জন করা, কি রকম ফি কাটে বা কেমন সময় লাগে তা জানা। দ্বিতীয়ত, আমার মানিবুকারস অ্যাকাউন্টের লিমিট ছিল $৪৫০০. যদিও আমি নেটেলার ব্যবহার করি, কিন্তু যদি কখনও বিশেষ প্রয়োজন পরে যায় মানিবুকারস ব্যবহারের, তাই ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করে অ্যাকাউন্টের লিমিট বাড়িয়ে রাখা। বলে রাখি উইথড্র ২ দিনের মধ্যে পেয়ে গেছি এবং ১ দিনের মধ্যেই তারা আমার মানিবুকারস লিমিট বাড়িয়ে $৪৫০০ থেকে $৪৫,৩০০ করে দিয়েছে। অর্থাৎ আমি প্রতি ৯০ দিন মেয়াদে এই পরিমান ট্রানজাকশন করতে পারবো। মানিবুকারস কিন্তু ব্র্যান্ড নেইম পরিবর্তন করে স্ক্রিল (skrill) হয়ে গেছে। তাই কিছুদিনের মধ্যেই মানিবুকারস নামটি আর থাকছে না। স্ক্রিল বলেই সবজায়গায় পরিচিত হবে। অনেকেই ভাবছেন যে মানিবুকারসে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা এবং উইথড্র করার পদ্ধতি তো সহজ। এই নিয়ে পোস্ট দেওয়ার কি আছে? পোস্ট দেয়ার কারন অনেকেই জিজ্ঞেস করছে কিভাবে মানিবুকারস থেকে ব্যাংকে উইথড্র করতে হয়। হয়তো আমরা অনেকেই বিষয়টা এখন জানি, কিন্তু হতে পারে অনেকেরই অজানা। তাই বিস্তারিত পোস্ট দেয়া হল। ব্যাংক অ্যাকাউন্ট যোগ করাঃ মানিবুকারস/স্ক্রিল থেকে ব্যাংকে উইথড্র দেয়ার পূর্বে আপনাকে প্রথমে স্ক্রিলের ওয়েবসাইট থেকে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হবে। মনে রাখবেন, যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করবেন তা কিন্তু অবশ্যই আপনার নিজের নামে হতে হবে। আরেকজনের নামের ব্যাংক অ্যাকাউন্ট হলে হবে না। প্রথমে আপনার স্ক্রিল অ্যাকাউন্টে লগিন করুন। তারপর মেনু থেকে Cards and Bank Accounts পেইজে যান। সেখান থেকে নিচের ছবির মত করে Add Bank Account এ ক্লিক করুন। আপনার পূর্বে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা থাকলেও আপনি নতুন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন এবং সবগুলো অ্যাকাউন্টই ভেরিফাই করতে পারবেন। কিন্তু লিমিট বাড়ানোর জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করাই যথেষ্ট। আপনি এই পেইজ থেকে Add Credit Card or Debit Card এ ক্লিক করে আপনার ইন্টারন্যাশনাল Credit/Debit কার্ডও যোগ করতে পারবেন। যাই হোক Add Bank Account এ ক্লিক করলে নিচের মত একটি উইন্ডো ওপেন হবেঃ প্রথমে Country (দেশ) হিসেবে Bangladesh নির্বাচন করবেন। এরপর পরের ঘরে আপনার ব্যাংকের SWIFT Code বসাবেন। এই পোস্টের শেষে বাংলাদেশের বিভিন্ন মেজর ব্যাংকগুলোর SWIFT Code দিয়ে দেয়া হয়েছে। এবং একটি PDF ফাইল আকারেও দিয়ে দেয়া হয়েছে। তারপর পরের ঘরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সম্পূর্ণভাবে লিখুন। Add account and continue তে ক্লিক করুন। ব্যাংক অ্যাকাউন্টটি আপনার স্ক্রিল অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। মেনু থেকে Cards and Bank Accounts পেইজে গেলেই দেখাবে আপনার কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা আছে। ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র দেয়াঃ Account Overview পেইজে আপনি মানি ব্যাংকে উইথড্র করার অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই নিচের ছবির মত একটি পেইজ আসবেঃ এখান থেকে স্ক্রিলে আপনার যোগ করা ব্যাংক অ্যাকাউন্টটি নির্বাচন করুন। পরবর্তী Amount to withdraw ঘরে আপনি কত উইথড্র করতে চান। বক্সের নিচে দেখাবে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ট্রানজাকশন লিমিট অনুযায়ী আপনি সর্বোচ্চ কত ডলার উইথড্র করতে পারবেন। আপনি নুন্যতম $13.23 উইথড্র করতে পারবেন। প্রতিবার ব্যাংকে উইথড্র করতে $২.৩৮ ফি কাটবে স্ক্রিল। ২-৫ দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কারেন্ট ব্যাংক রেটে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে। আমার অভিজ্ঞতাঃ আমি কিছুদিন আগে টেস্ট হিসেবে $২৫ উইথড্র দেই স্ক্রিল থেকে। $২৫ উইথড্র দেয়ায় মানিবুকারস আমাকে আলাদাভাবে $২.৩৮ ফি চার্জ করে। যেকোনো অ্যামাউন্ট উইথড্রতেই এই ফিক্সড ফিই প্রযোজ্য হবে। ২ দিনের মধ্যে তা চলে আসে আমার ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে। পার ডলার রেট পেয়েছি ৭৭.৩০ টাকা করে। সেই হিসেবে ২৫ ডলারে ১৯৩২.৫০ টাকা। ব্যাংক কোন অতিরিক্ত ফি কাটে নি। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা ডাচ বাংলা ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে উইথড্র করেছে, তাদেরও ব্যাংক কোন অতিরিক্ত ফি কাটে নি। ধরে নেয়া যায় কোন ব্যাংকই উইথড্র করার জন্য অতিরিক্ত ফি কাটে না। আপনি যেকোনো ব্যাংকেই উইথড্র করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ব্র্যাক ব্যাংক উইথড্র করার জন্য ভালো হবে। বড় অ্যামাউন্ট উইথড্র করলে মাঝে মাঝে ডাচ বাংলা ব্যাংক প্রশ্ন করে যে টাকা কথা থেকে আসলো। সেই ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক আমার কাছে ভালো মনে হয়। আশা করি যারা মানিবুকারস ব্যাবহার করেন এবং তা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে চান, এই পোস্টটি তাদের অনেক কাজে লাগবে। মানিবুকারস সম্পর্কিত অন্য কোন প্রশ্ন থাকলে এই টপিকে জিজ্ঞাসা করতে পারেন। মানিবুকারস অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন এবং লিমিট বৃদ্ধি করবেন তা নিয়ে বিস্তারিত পোস্টঃ http://bdpips.com/topic/11895-moneybookers-a-to-z-কৌশল-পর্ব-১-থেকে-৪-all-in-one/ তানভীর ভাই, "তারা আমার মানিবুকারস লিমিট বাড়িয়ে $৪৫০০ থেকে $৪৫,৩০০ করে দিয়েছে" কিভাবে! আমি এড্রেস আর ব্যাংক ভেরিফাই (ওদের সাপোর্ট আজকাল যাচ্ছেতাই, ৩-৪ বার মেইল করে কোন রিপ্লাই না পেয়ে কল করে ভেরিফাই করিয়ে নিয়েছি) করেছি, লিমিট $২৮,০০০+। আপনি কিভাবে এত বেশী লিমিট পেলেন! ধন্যবাদ Share this post Link to post Share on other sites
mostakin 11 Report post Posted June 19, 2014 তানভীর ভাই আমার সোনালি ব্যাংক এ একটি অ্যাকাউন্ট আছে। কিন্ত আমার একটি প্রশ্ন হল বাংলাদেশের যে কোন সোনালী ব্যাংক শাখার swift cord একই নাকি ??? আপনার প্রদত্ত swift cord ব্যবহার করলে হবে ??? Share this post Link to post Share on other sites
হারুন রশিদ 1 Report post Posted June 30, 2014 amar skrill name HARUN OR RASHID ar bank account name HARUN-OR-RASHID skrill e hyphen support koreni registrationer somoi ete ki problem hobe withdraw dear somoi .amar national id te abar hyphen ase .pls ektu janaben Share this post Link to post Share on other sites
হারুন রশিদ 1 Report post Posted June 30, 2014 amar skrill name HARUN OR RASHID ar bank account name HARUN-OR-RASHID skrill e hyphen support koreni registrationer somoi ete ki problem hobe withdraw dear somoi .amar national id te abar hyphen ase .pls ektu janaben Share this post Link to post Share on other sites
jamalmolla09 11 Report post Posted August 12, 2014 আমি রেগুলার মানিবুকার ব্যবহার করে থাকি। কিন্তু একটা বেপারে জানা খুব প্রয়োজন মনে করছি। মানি বুকারসে কেবল অফিসিয়ালি ইনসটাফরেক্সের সাথে কানেকটেড দেখায়, তাদের লোগো দেখায়। কিন্তু অন্যান্য ব্রোকারেও তো মানি বুকারসের সুবিধা আছে। OctaFX থেকে মানি বুকারসে উইথড্রো করতে আমার মাত্র ৫মিনিস সময় লাগে। ৫মিনিটেই টাকা চলে আসে মানি বুকারস একাউন্টে। কিন্তু, অন্যান্য ব্রোকারগুলোর লোগো মানি বুকারস সাইটে নাই কেন? Share this post Link to post Share on other sites
Shafayet Rassel 6 Report post Posted August 12, 2014 Skrill er ki kono Master card system ase?? amk koik jonno bolse je master card ase but ami er kono option kothao khuje pai nai..so real info ta janale khushi hobo. Share this post Link to post Share on other sites
Prince Faysal 11 Report post Posted September 11, 2014 অনেক গুরুত্বপূর্ণ পোস্ট ভাই। আমার স্ক্রিল্ অ্যাকাউন্ট এর ঠিকানা ভেরিফাই করা ছিল। এখন এই পদ্ধতিতে আমি আমার ব্যাংক ভেরি ভাই করে নেব। আমি দেখসি, সবাই স্ক্রিল ব্যবহার করে। আর সব ব্রোকার। যেমন, ইন্সতা, আইরন, এক্সিম, ওকটা , FreshForex এক কথায় সব ব্রোকার ই স্ক্রিল এলাউ করে। তাই খুব ই দরকারি একটা পেমেন্ট মাধ্যম হল স্ক্রিল। Share this post Link to post Share on other sites
anr123 0 Report post Posted September 23, 2014 vaia, 1ta bank er swift code ki sob branch er jonno same, naki prottek ta branch er jonno alada? Share this post Link to post Share on other sites
তানভীর™ 2,363 Report post Posted September 23, 2014 vaia, 1ta bank er swift code ki sob branch er jonno same, naki prottek ta branch er jonno alada? আলাদা ব্রাঞ্চের আলাদা swift কোড আছে, কিন্তু স্ক্রিল থেকে উইথড্র দিলে ব্যাংকের main swift code যেটা, ওটা দিতে হয়। আলাদা ব্রাঞ্চের কোড দেয়া লাগে না। 1 Share this post Link to post Share on other sites
FX_rifat 1 Report post Posted October 14, 2014 Vy mutual trust/city bank e ki aiy systeme withdraw kora jabe? Share this post Link to post Share on other sites