BDPIPS 111 Report post Posted April 8, 2013 অবশেষে শেষ হল ১ মাস ব্যাপী Xemarkets-BDPIPS ফরেক্স ডেমো ট্রেডিং যুদ্ধ। কনটেস্টের প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চকর। অনেকেই হয়তো ভালভাবে টিকে ছিলেন কিন্তু শেষ মুহূর্তে খেই হারিয়ে ফেলেছিলেন। কিন্তু টিকে থাকাটাই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে ২০ ট্রেডিং ডে যাবত ধৈর্য ধরে টিকে থেকে নিজেদের শীর্ষস্থানে তুলে ধরে অনন্যরুপে প্রকাশ করেছেন ৩ জন ট্রেডার। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় Xemarkets-BDPIPS ফরেক্স ডেমো ট্রেডিং যুদ্ধের রেজিস্ট্রেশন। ১১ মার্চ থেকে শুরু হওয়া কনটেস্টে যোগ দেয় বাংলাদেশ থেকে প্রায় ২৫০ জন ট্রেডার। ২০ ট্রেডিং ডে যাবত তাদের অভিযান শেষে গত শনিবার ২ টায় শেষ হয় কনটেস্ট। সবাই ১০০,০০০ ভার্চুয়াল ডলার নিয়ে ট্রেডিং শুরু করে এবং কনটেস্ট শেষে ১ম বিজয়ী সর্বোচ্চ ৩২০,১১৪ ডলার প্রফিট করেন। কনটেস্ট বিজয়ী ৩ জন হচ্ছেঃ ১ম বিজয়ী - মোঃ নাজমুল হক খান (NKhan) - $১০০০ ডলার পুরস্কার (উইথড্রযোগ্য) ২য় বিজয়ী - মোঃ আসাদুজ্জামান (asad43005) - $৭০০ ডলার পুরস্কার (উইথড্রযোগ্য) ৩য় বিজয়ী - মোঃ রবিউল ইসলাম (Robiul Islam) - $৩০০ ডলার পুরস্কার (উইথড্রযোগ্য) ইতিমধ্যেই বিজয়ীরা তাদের পুরস্কার পেয়ে গেছেন। বিজয়ীদের কাছে ছিল আমাদের পক্ষ থেকে ছোট্ট কিছু প্রশ্ন। সেগুলো নিচে তুলে ধরা হলঃ ১ম বিজয়ী - মোঃ নাজমুল হক খান - $১০০০ ডলার পুরস্কার প্রশ্ন ১: কনটেস্টে আপনার সফলতার প্রধান কারণ কি বলে আপনি মনে করেন? - আসলে আমি ফরেক্সের নিয়ম গুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করি। যেমনঃ Strong money management ফলো করি, ওভার ট্রেড করি না, লসের ট্রেড ধরে রাখি না, ভলিউম বড় করে লস রিকভার করার চেষ্টা করি না, বেশি পেয়ার নিয়ে অ্যানালাইসিস করি না, অতিরিক্ত লোভ করি না, এগুলোই আমার সফলতার প্রধান কারণ বলে আমি মনে করি। প্রশ্ন ২: আপনার ফরেক্স শেখার পথে বিডিপিপসের কি কোন ভুমিকা ছিল? - আমার Forex শেখায় BDPIPS এর ভূমিকা অপরিসীম। আমি আসলে Forex এর প্রাথমিক ধারনা BDPIPS থেকেই পেয়েছি। এটি Forex শেখার একটি গুরুত্বপূর্ণ সাইট। সবাই BDPIPS এর সাথে active থাকুন, আশা করি এখান থেকে ভালো কিছু পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। প্রশ্ন ৩: অন্যান্য ট্রেডারদের প্রতি আপনার কি উপদেশ থাকবে? - আমি ট্রেডারদের কে বলব আপনারা ফরেক্সের রুলস গুলো মেনে চলুন , বিশেষ করে Strong money management ফলো করুন, ওভার Trade করবেন না, লসের Trade ধরে রাখবেন না, ভলিউম বড় করে লস রিকভার করার চেস্টা করবেন না, বেশি পেয়ার নিয়ে অ্যানালাইসিস করবেন না, অতিরিক্ত লোভ করবেন না, ধৈর্য হারা হবেন না, ইনশাআল্লাহ সফলতা আসবেই। প্রশ্ন ৪: Xemarkets ব্রোকারে আপনার ট্রেডিং অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। আপনি কি অন্যদের এই ব্রোকারে ট্রেড করতে সাজেস্ট করবেন? - Xemarkets খুবই ভাল একটি ব্রোকার। এখানকার trading system খুবই ভালো, Requotes না থাকায় ট্রেড করতে খুবই সুবিধা এবং Withdraw system ভাল। আমি অনেক দিন ধরে এখানে ট্রেড করছি। আপনারাও এখানে ট্রেড করতে পারেন। ২য় বিজয়ী - মোঃ আসাদুজ্জামান - $৭০০ ডলার পুরস্কার প্রশ্ন ১: কনটেস্টে আপনার সফলতার প্রধান কারণ কি বলে আপনি মনে করেন? - আমি আমার সফলতার প্রধান কারণ হিসাবে আমার কঠোর ধৈর্য, সাহস, আর পরিশ্রমকেই দেখছি। প্রশ্ন ২: আপনার ফরেক্স শেখার পথে বিডিপিপসের কি কোন ভুমিকা ছিল? - হ্যা আমার ফরেক্স শেখায় বিডিপিপসের অনেক ভুমিকা ছিল। আমি সব সময় বিডিপিপসের পোষ্ট ফলো করেছি। প্রশ্ন ৩: অন্যান্য ট্রেডারদের প্রতি আপনার কি উপদেশ থাকবে? - আমি আমার এই কম সময়ে যে সামান্য কিছু করতে পারছি এর জন্য আমার বড় ভাই......অনেক সাহায্য করছে. আমি বলব অন্যরা দেখে-শুনে এবং বুঝে ট্রেডিং করবেন, বিডিপিপসের সহযোগিতা নিয়ে। প্রশ্ন ৪: Xemarkets ব্রোকারে আপনার ট্রেডিং অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। আপনি কি অন্যদের এই ব্রোকারে ট্রেড করতে সাজেস্ট করবেন? - আমার অনেক অভিজ্ঞতা হয়েছে এই কম সময়ে। আমি Xemarkets কে সাধুবাদ জানাই এই কনটেস্ট করার জন্য. আমি অন্যদের এই ব্রোকারে ট্রেড করতে সাজেস্ট করছি কারন এই খানে খুব কম সময়ে ট্রেড Open and close করা যায়। ৩য় বিজয়ী - মোঃ রবিউল ইসলাম - $৩০০ ডলার পুরস্কার প্রশ্ন ১: কনটেস্টে আপনার সফলতার প্রধান কারণ কি বলে আপনি মনে করেন? - আল্লাহ্ তায়ালার কাছে ধৈর্য, মনোবল এবং সফলতার জন্য দোয়া করা। প্রশ্ন ২: আপনার ফরেক্স শেখার পথে বিডিপিপসের কি কোন ভুমিকা ছিল? - বিডিপিপ্সের অবদান কোন ক্ষেত্রেই অস্বীকার করার মতো না। প্রশ্ন ৩: অন্যান্য ট্রেডারদের প্রতি আপনার কি উপদেশ থাকবে? - বেশি লোভ করবেন না। নিজে যতুটুক লস স্বীকার করতে পারবেন ততটুকই রিস্ক্ নিবেন। আপনাকে লসের কথাটিই আগে মাথাই রাখতে হবে। প্রশ্ন ৪: Xemarkets ব্রোকারে আপনার ট্রেডিং অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। আপনি কি অন্যদের এই ব্রোকারে ট্রেড করতে সাজেস্ট করবেন? - আমি যতদিন থেকে Xemarkets এ ট্রেড করছি, তাতে আশা করি অন্যান্য ট্রেডাররাও এই ব্রোকারে ট্রেড করে সন্তুষ্ট হবেন। 11 Share this post Link to post Share on other sites
shopnil 546 Report post Posted April 8, 2013 বিজয়ী সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। এছাড়াও যারা অংশ নিয়েছিলেন তাদের প্রতিও রইলো শুভেচ্ছা। Share this post Link to post Share on other sites
DL-punk-AsS 110 Report post Posted April 9, 2013 অনেক অনেক আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সবাইকে । আশা করি যারা বিজয়ী হয়েছেন এবং অংশ নিয়েছেন , সবাই তাদের অভিজ্ঞতার আলোকে আরও সহযোগিতা করবেন বিডি পিপ্স মেম্বারদের , জেনো আমারা সবাই আপনাদের মতো সফল হতে পারি । মহান আল্লাহ পাক জেনো বিডি পিপ্স কে - এই রকম আরও প্রতিযোগিতা করানোর তৌফিক দান করে ( শর্ত ছাড়া ) । আমীন ---------- 2 Share this post Link to post Share on other sites
sohag sohan 33 Report post Posted April 9, 2013 নিজে যতুটুক লস স্বীকার করতে পারবেন ততটুকই রিস্ক্ নিবেন। - মোঃ রবিউল ইসলাম অভিনন্দন আপনাদের সবাইকে ................................. 2 Share this post Link to post Share on other sites
Ashiiq 4 Report post Posted April 9, 2013 Congrats to all of you........... Share this post Link to post Share on other sites
far032 49 Report post Posted April 9, 2013 jara prize gula pelo ara sobai within 1 month er moddhei account zero korbe 1 Share this post Link to post Share on other sites
pronab4410 15 Report post Posted April 9, 2013 অভিনন্দন Share this post Link to post Share on other sites
জাকারিয়া 126 Report post Posted April 9, 2013 jara prize gula pelo ara sobai within 1 month er moddhei account zero korbe :)/> why? Share this post Link to post Share on other sites
asad43005 5 Report post Posted April 9, 2013 Apnader sobai k অভিনন্দন Md Asaduzzaman. 1 Share this post Link to post Share on other sites
Farah 16 Report post Posted April 9, 2013 congratulations to the winner........ but I am little bit confuse by the term strong money management. I know it was a demo contest that's why winner have taken high risk but if this was real contest was it possible to take that risk? I think the money management for demo contest is far far away from the real money management system... but I must appreciate the winners cause they adopted their money management properly to sustain for 20 days with maximum profit.... good job indeed... 6 Share this post Link to post Share on other sites
জাকারিয়া 126 Report post Posted April 9, 2013 jara prize gula pelo ara sobai within 1 month er moddhei account zero korbe :)/> Why! :thinking: হতে পারে, কারন যেহেতু ডিমো কন্টেস্ট, তাই প্রাইজ পাওয়ার জন্য সবাই বেশি বেশি রিস্ক নিয়ে। কেউ হয়ত রিস্ক নিয়ে ফকির হবে, আবার কেউ হয়ত এগিয়ে যাবে (ভাগ্যের জোরে), আর সত্যিকার অর্থেই যারা (ফরেক্সের সকল প্রকার রুল রক্ষা করে যেমন টেকনক্যাল/ফান্ডামেন্টাল এ্যানালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদি রক্ষা করে সিরিয়াসলি) ট্রেডিং করেছে তারা হয়ত পিছিয়ে গেছে। আমার মতে যদি রিয়াল মানি দিয়ে (নিজের টাকা) যেমন ১০০০ ডলার নিয়ে কোন ট্রেডিং কন্টেস্ট করা হয়, আর সেই কন্টেস্টে যদি কেউ জয়ী হতে পারে, তবেই বলা যেতে পারে এই জয় প্রকৃত জয়। আমার এই লিখার দ্বারা জয়ীদেরকে কোন অর্থেই হেয় প্রতিপন্ন করা হচ্ছে না, বরং তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই (y) । তারা ডিমোতে যেমন জয়ী হয়েছে, রিয়ালেও যেন এরকম জয়ী হতে পারে, এটাই আমার প্রত্যাশা। আমি কেবল আমার মনের কথাটুকু ব্যক্ত করলাম। :) 3 Share this post Link to post Share on other sites
বাংলাপিপ 60 Report post Posted April 9, 2013 Amar pokkho theke uporer 3 jon er proti shuvechha roilo. but I am little bit confuse by the term strong money management. I know it was a demo contest that's why winner have taken high risk but if this was real contest was it possible to take that risk? I think the money management for demo contest is far far away from the real money management system Their strategy isn't ideal for steady growth in real account. Mindset hardly reflects on money management while we feel its absence in demo trading / contest. Responsibility creates hesitation. 1 Share this post Link to post Share on other sites
রবিউল আওয়াল 1 Report post Posted April 9, 2013 Congratulation Rabiul Islam Vai. I personally know this . gr8 man. carry on . wish u all the best. 1 Share this post Link to post Share on other sites
তানভীর™ 2,363 Report post Posted April 9, 2013 congratulations to the winner........ but I am little bit confuse by the term strong money management. I know it was a demo contest that's why winner have taken high risk but if this was real contest was it possible to take that risk? I think the money management for demo contest is far far away from the real money management system... but I must appreciate the winners cause they adopted their money management properly to sustain for 20 days with maximum profit.... good job indeed... আসলে মানি ম্যানেজমেন্ট যে সবসময় ২% বা ৩% হবে তা নয়। কনটেস্টে কম রিস্ক নিয়ে ট্রেড করে কেউই বিজয়ী হতে পারবে না। তবুও মানি ম্যানেজমেন্টের কথা আসছে কারণ কনটেস্টে টিকে থাকার জন্য যে ধরনের মানি ম্যানেজমেন্ট করতে হয়, উনি সেভাবেই হয়তো ট্রেড করেছেন। কেউ কনটেস্টে ২টি ট্রেড করেই ৩ লাখ ডলার প্রফিট করেছেন, কেউবা ২০টি ট্রেড করে সমান প্রফিট করেছেন। আর যখন রিয়েলে ট্রেড করবেন। সেটা হয়তো আরও রিস্কমুক্ত হবে। 3 Share this post Link to post Share on other sites
rahat_slm 8 Report post Posted April 9, 2013 BDPIPS কে অনেক ধন্যবাদ তাদের এমন একটি সুন্দর প্রয়াস ও আয়োজনের জন্য। Xemarkets-BDPIPS ফরেক্স ডেমো ট্রেডিং যুদ্ধের আমিও একজন যোদ্ধা এবং আমি মনে করি একজন সফল যোদ্দা, কারন অল্প সময়ে নিজেকে তৈরি করা এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত নিজেকে ৪র্থ অবস্থানে টিকিয়ে রাখা সহজ ব্যাপার নয়। আমি বিভিন্ন ব্যস্ততার কারনে এই যুদ্ধে তেমন একটা সময় দিতে পারিনি এবং খুব অল্পই ট্রেড করতে পেরেছি। Xemarkets অবশ্যই একটি ভালো ব্রোকার। এই ট্রেডিং যুদ্ধে আমি অনেক অভিজ্ঞতা পেয়েছি। সফল ৩জন কে সাধুবাদ জানাই। সফল ট্রেডারদের মতামতের সাথে আমিও একমত। BDPIPS এর ফরেক্স স্কুল বিভাগটা ফরেক্স শেখার জন্য একটি অন্যতম বিভাগ। সবাই আমার জন্য দোয়া করবেন। BDPIPS কে আবারো ধন্যবাদ। 3 Share this post Link to post Share on other sites