Search the Community
Showing results for tags 'xm broker'.
Found 3 results
-
আপনার ব্র্যান্ড-নিউ Yamaha FZ V3 বাইকে একটি রাইড অথবা অফারের যেকোন একটি সেরা আইটেমে নিজের করে নিতে চান? এই 15 জুন - 15 জুলাই 2020 তারিখ পর্যন্ত চলা XM প্রমোশনে অংশগ্রহন করে বিজয়ীদের একজন হওয়ার সুযোগ নিন। বাংলাদেশে বসবাসরত আমাদের নতুন এবং পুরাতন সকল ক্লায়েন্টদের জন্য প্রযোজ্য, একটি উত্তেজনাপূর্ণ গ্রীষ্মের প্রমোশনে 10 টি দুর্দান্ত প্রাইজ আপনার জন্য অপেক্ষা করছে। লাকি ড্র রেফেলে অংশগ্রহন করতে, আপনাকে অ্যাকাউন্টে $100 (অথবা মুদ্রার সমতুল্য) পরিমান ফান্ড অ্যাকাউন্টে ডিপোজিট করে, ফরেক্স, গোল্ড অথবা সিলভারে 15 জুন - 15 জুলাই 2020 তারিখের মধ্যে 1 স্ট্যান্ডার্ড রাউন্ড টার্ন লট (অথবা 100 মাইক্রো রাউন্ড টার্ন লট) ট্রেড করতে হবে। https://www.xm.com/bn/motorbike-promo-bangladesh-june-2020
-
রমজান মাসে ফরেক্স ব্রোকার XM নিয়ে এসেছে তাদের ট্রেডারদের জন্য আকর্ষণীয় এক প্রোমোশন। বাংলাদেশসহ ৬টি দেশের ২০ জন ট্রেডার $৫০০০ করে সর্বমোট $১,০০,০০০ ডলার প্রাইজ জিতবেন রমজান মাসে XM ব্রোকারে মাত্র ৪ লট ট্রেড করেই। এই প্রোমোশনে আপনার বিজয়ী হওয়ার সুযোগ থাকবে অনেক বেশি, কারণ XM এর বেশিরভাগ প্রোমোশন বিশ্বব্যাপী হলেও রমজান প্রমোটি শুধুমাত্র বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আলজেরিয়া, ইজিপ্ট এবং মরক্কো এই ৬টি দেশের ট্রেডারদের জন্য। রামাদান ২০২০ প্রোমোশনে কত প্রাইজ জেতা যাবে? ২০ জন ট্রেডার লাকি ড্রয়ের মাধ্যমে নির্বাচিত হবেন। প্রত্যেকে $৫,০০০ করে ক্যাশ প্রাইজ পুরষ্কার পাবেন। প্রাইজ মানি সাথে সাথেই উইথড্র করা যাবে। কিভাবে অংশ নিতে হবে? রমজান প্রমোশনে অংশ নেয়ার শর্তগুলো খুবই সহজ। আপনার XM ট্রেডিং অ্যাকাউন্টে নুন্যতম $৪০০ বা সমপরিমাণ ব্যালেন্স থাকতে হবে। যদি ইতিমধ্যে তা না থাকে, তবে আপনি নতুন করে ডিপোজিট করতে পারেন। এরপর আপনাকে প্রোমোশনটির জন্য এই পেইজ থেকে নিবন্ধন করতে হবে। এরপর ২০ এপ্রিল থেকে ২২ মে এই সময়ের মধ্যে আপনি যদি মাত্র ৪ স্ট্যান্ডার্ড লট বা ৪০০ মাইক্রো লট ট্রেড সম্পন্ন করেন, তাহলেই আপনি লাকি ড্রয়ের জন্য বিবেচিত হবে। ২৯ মে ২০২০ তারিখে লাকি ড্র অনুষ্ঠিত হবে এবং XM থেকে বিজয়ীদের সাথে যোগাযোগ করা হবে। ৫ জুন ২০২০ তারিখে ওয়েবসাইটে ফলাফল ঘোষণা করা হবে। XM ব্রোকারে আপনার কোন সক্রিয় রিয়েল ট্রেডিং অ্যাকাউন্ট না থেকে থাকলে এখান থেকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। [ >> রমজান প্রোমোশনে রেজিস্ট্রেশন করুন ] ১০ বছর অ্যানিভার্সারি লাকি ড্র - মে ২০২০ এছাড়াও ১ মে থেকে ৩১ মে পর্যন্ত XM এর আরেকটি লাকি ড্র প্রোমোশন শুরু হতে যাচ্ছে প্রতি মাসেরই মত। মাত্র $৫০০ ডলার অ্যাকাউন্টে থাকলে এবং ৩ লট ট্রেড করলেই আপনি অ্যানিভার্সারি লাকি ড্রতেও অংশ নিতে পারবেন। তাই যেকোনো ট্রেডার চাইলেই ২টি প্রমোশনেই একসাথে অংশ নিতে পারবেন একটির জন্য ট্রেড করেই। অ্যানিভার্সারি লাকি ড্র সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। [ >> ১০ বছর অ্যানিভার্সারি লাকি ড্রতে রেজিস্ট্রেশন করুন ]
-
- 1
-
-
- xm.com
- ramadan offer
-
(and 2 more)
Tagged with:
-
আমার কিছু প্রশ্ন আছে প্লিজ কেউ জানলে আনসার দেওয়ার চেষ্ঠা করবেন ০১ আমি XM broker এ ডেমু একাউন্ট খুলেছি এবং প্রায় ২ মাস ধরে ট্রেড করছি এখন ব্যাপার টা হল আমি যখন আগে ট্রেড ওপেন করতাম তখন আমি "One Click Trading " এর মধ্যে বাই অথবা সেলে ক্লিক করলে আর কোন অপশন আসত না সরাসরি ট্রেড ওপেন হয়ে যেত। আর এটাই আমার কাছে অনেক ভালো লাগত কারন দ্রুত এবং সহজেই তারাতারি ট্রেড ওপেন হত কিন্তু এখন আমি নিউ ট্রেড ওপেন করতে গেলে দেখি যে প্রথমে ট্রেড উইন্ডো ওপেন হয় তারপর সেখান থেকে "সেল" নাকি "বাই" করব তা সিলেক্ট করে তারপর ট্রেড ওপেন করতে হয়।আর এতকিছু করতে গিয়ে দেখা গেছে যেখানে আসলে আমি ট্রেড ওপেন করতে চেয়েছিলাম আর তা সেখানে ট্রেড ওপেন করা হল না এই টার কোন কার্যকরী সমাধান আছে কি ? বুঝার সুবিধার্থে আমার নীচের পিকচার টা দেখলে বুঝতে পারবেন (আর আরেকটা প্রশ্ন হল বিডিপিপ্সে সরাসরি পোস্ট এ কীভাবে ইমেজ ইন্সার্ট করব তার কোন অপশন পাচ্ছিনা) http://bdpips.com/uploads/imgs/bdpips_1438961671__jhhjhgj.png আর দেখা গেছে Excution time এবং ট্রেড ক্লোজ করার সময় এত দেরি করে যে মেজাজ নষ্ঠ হয়ে যায় এবং মূল প্রাইজে ট্রেড ক্লোজ করতে পারিনা তার ব্যাপারে প্লিজ আমার হেল্প দরকার ০২ আচ্ছা একটা জিনিস আমার মাথায় ধরেনা যে যখন আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস করি তখন দেখিযে একই দিনে একই পেয়ারের দুটি কারেন্সি ডাওন্ট্রেন্ড নির্দেশ করে তাহলে এটা কিভাবে সম্ভব কারন একটা উদাহরন দেখি ধরি CAD/JPY পেয়ারের মধ্যে দেখা গেছে ফান্ডামেন্টাল এনালাইসিস করে নিউজ বলতেছে CAD এর দাম কমবে আবার JPY ও নিউজের কারনে ডাওন্ট্রেন্ড তখন আসলে এটা কিভাবে ডিসিশন নিব কারন এই পেয়ারে দুটি একই সাথে কিভাবে নিচে যাবে ।যেকোন একটা অবশ্যই বিপরিতে যেতে হবে এই ব্যাপার টা একটু ক্লিয়ার করবেন কি?
- 5 replies
-
- metatrader prblem
- broker problem
-
(and 1 more)
Tagged with: