-
Similar Content
-
By dianamalkova
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সবচেয়ে বেশী আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফরেক্স মার্কেট সম্পর্কে আপনার ক্ষমতা। এটা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ।
যদিও এটা একদিন কিংবা দুইদিনের মধ্যে আসবে না। অনেক সময় নিয়ে ফরেক্সের সবকিছু আপনাকে জানতে হবে তাহলেই কেবল আপনি একজন ভালো ট্রেডার হয়ে উঠতে পারবেন। আমরা ফরেক্স মার্কেটের সাথে জড়িত প্রায় ৫ বছর ধরে। দীর্ঘ এই সময় এর পরও আমাদের মনে হয় এখনও শিখার অনেক কিছু বাকি আছে।
নোট: মার্কেটের লেটেস্ট প্রাইস মুভমেন্ট যানতে এখনি ভিজিট করুন লাইটফিনান্সে!
নিজেকে যদি একজন প্রফেশনাল ট্রেডার হিসাবে তৈরি করতে চান, তাহলে ট্রেডিং শিখা আপনার কোনওদিনও শেষ হবে না।
যত সময় যাবে আপনিও ততই শিখবেন। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য কি কি বিষয় এর প্রয়োজন হবে? এই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনের জন্যই আমাদের এই Trading Instrument আর্টিকেল।
ফরেক্স ট্রেড করতে কি কি দরকার?
১. জ্ঞান
আর্টিকেল এর শুরুতেই বলেছি, ট্রেডিং শিখার কোনও শেষ নেই। আপনি যত দিন এর পিছনে সময়ে দিবেন, আপনিও তত বেশী পরিমান জ্ঞান অর্জন করতে পারবেন।
ট্রেডিং সম্পর্কিত যদি পরিপূর্ণ জ্ঞান না থাকে তাহলেই কখনোই আপনি ফরেক্স ট্রেডিং এ সফলতা অর্জন করতে পারবেন না।
এখন তাহলে প্রশ্ন হচ্ছে শিখবেন কি করে? আপনাদের সুবিধার জন্যই আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং এর ব্যবস্থা। সম্পূর্ণ ফ্রিতে আপনি ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পৃক্ত সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ জানতে এবং শিখতে পারবেন।
২. বিনিয়োগ
ফরেক্স ট্রেডিং হচ্ছে একটি ব্যবসা। কোনও ব্যবসাই যেমন বিনিয়োগ ছাড়া শুরু করা যায় না। ঠিক তেমনই, ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও বিনিয়োগ করা ব্যাতিত অন্য কোনও সুযোগ নেই। ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য, আপনার যেকোনো পরিমান বিনিয়োগ নিজ থেকে করতে হবে।
এর জন্য একটি বিষয় সবসময়ই মাথায় রাখবেন, ট্রেডিং এর বিনিয়োগ করার জন্য যদি আপনার কাছে যথেষ্ট পরিমান অর্থ না থাকে তাহলে ফরেক্স ট্রেডিং থেকে দূরে থাকেন।
আপনার বিনিয়োগ এর পরিমান যত বেশী হবে প্রফিট এর পরিমানও তত বেশী হবে। সুতরাং বিষয়টি অনেক বেশী গুরুত্বপূর্ণ।তবে অনেক ব্রোকার আছে যারা বোনাস প্রদান করার মাধ্যমে রিয়েল ট্রেডিং শুরু করার সুবিধা প্রদান করে থাকে।
প্রাথমিক অবস্থায় চাইলে, আপনি সেই সকল ব্রোকারের বোনাস অফার গ্রহন করার মাধ্যমেও আপনি রিয়েল ট্রেড শুরু করতে পারবেন। বিভিন্ন ব্রোকার এর এই বোনাস অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের বোনাস পোর্টাল ঘুরে দেখতে পারেন।
৩. কম্পিউটার
Trading Instrument এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আপনি যেই মাধ্যম ব্যবহার করে ট্রেড করবেন সেটি। শতকরা প্রায় ৯০ ভাগ নতুন ট্রেডারই ট্রেডিং ক্যারিয়ার শুরু করেন ভুল ডিভাইস নির্বাচন করার মাধ্যমে। চিন্তিত হয়ে পড়লেন?
আমাদের একটি সার্ভে অনুযায়ী শতকরা ৮৭ ভাগ নতুন ট্রেডারই, ট্রেড শুরু করেন স্মার্টফোন এর মাধ্যমে। অর্থাৎ, নিজের ফোন ব্যবহার করার মাধ্যমে ট্রেডিং ক্যারিয়ার শুরু করেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল।
ফোন হচ্ছে, আপডেট রাখার জন্য, ট্রেড করার জন্য নয়। যদি সঠিকভাবে ট্রেড শিখতে চান তাহলে কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যাতিত অন্য কোনও বিকল্প নেই।
যদি আপনার কাছে এটি না থাকে তাহলে অনুগ্রহ করে প্রথমে একটি কম্পিউটার কিংবা ল্যাপটপ কিনে নিন এবং তারপর ট্রেড শিখা শুরু করুন। এটি ছাড়া ভালো করে ফরেক্স ট্রেড করতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
৪. এক্সপার্ট
রিয়াল ট্রেডিং শুরু করার পূর্বে অবশ্যই কোনও এক্সপার্ট ট্রেডার এর সহায়তা গ্রহন করা আবশ্যিক। কেননা একজন এক্সপার্ট ট্রেডারই পারে, ট্রেড সম্পর্কিত পরিপূর্ণ গাইডলাইন প্রদান করতে।
নতুন হিসাবে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আপনার বছর পর্যন্ত লেগে যেতে পারে কিন্তু এক্সপার্ট ট্রেডার সেই বিষয়গুলোকে অনেক আগে থেকেই জেনেছেন এবং বুঝতেও পেরেছেন।
সুতরাং নিজের কষ্টের অর্থ বিনিয়োগ করার পূর্বে অবশ্যই যেকোনো একজন এক্সপার্ট ট্রেডার এর সাথে যোগাযোগ করবেন।
৫. প্র্যাকটিস
‘Practice Makes a Man Perfect’ ইংরেজি এর প্রবাদটির সাথে আমরা সবাই পরিচিত। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও এর কোনও বিকল্প নেই। কিভাবে এই মার্কেট কাজ করে এবং ফরেক্স ট্রেড এর সাথে সম্পৃক্ত সকল বিষয় সম্পর্কে নিজেকে মানিয়ে নিতে হলে প্র্যাকটিস ট্রেডিং এর কোনও বিকল্প নেই।
একমাত্র এই প্র্যাকটিস ট্রেডিং মাধ্যমেই নিজেকে রিয়েল ট্রেডিং এর জন্য তৈরি করে নিতে পারবেন। আমাদের পরামর্শ হচ্ছে, রিয়েল ট্রেড শুরু করার পূর্বে কমপক্ষে ৬ মাস প্র্যাকটিস ট্রেড করতে হবে। শুধুমাত্র ট্রেড করার জন্য নয়, এর সাথে অভ্যস্ত হতে হবে।
সবশেষে, আপনার সর্বোপরি লাগবে ইচ্ছা, ধৈর্য এবং প্রফিট করার মানুশিকতা। এই তিনটি গুন যদি আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন। আবার বলছি, একজন দক্ষ ট্রেডার হতে হলে আপনার ফরেক্স মার্কেটটিকে ভালো করে বুঝতে হবে।
-
By ForexMama
ভিজিট ঃ https://www.xm.com/motorbike-promo-bangladesh-june-2020 মাত্র ১ লট কমপ্লিট করতে হবে।
-
By FXBD
টেকনিক্যাল অ্যানালাইসিস- EUR/USD পেয়ারে প্রতিদিনের লেভেল(২৪শে মে, ২০১৮)
বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞ Arief Makmur (ইন্সটা ফরেক্স টিম)
আজকের EUR/USD পেয়ারের টেকনিক্যাল লেভেলঃ
ব্রেকআউট বাই লেভেল: 1.1764.
স্ট্রং রেসিস্টেন্স: 1.1757.
অরিজিনাল রেসিস্ট্যান্স: 1.1746.
ইনার সেল এরিয়া: 1.1735.
টার্গেট ইনার এরিয়া: 1.1707.
ইনার বাই এরিয়া: 1.1679.
আরিজিনাল সাপোর্ট: 1.1668.
স্ট্রং সাপোর্ট: 1.1657.
ব্রেকআউট সেল লেভেল: 1.1650.
মন্তব্য: যখন ইউরোপীয় সেশনে লেনদেন শুরু হলে কিছু অর্থনৈতিক তথ্য প্রকাশ করবে। যেমন: জার্মান জিএফকে কনজিউমার ক্লায়েন্ট, এবং জার্মান ফাইনাল জিডিপি কিউ/কিউ।এছাড়াও আমেরিকা আজ অর্থনৈতিক তথ্য প্রকাশ করবে। যেমন: প্রাকৃতিক গ্যাস মজুদ, পুরানো বাড়ি বিক্রয়, এইচপিআই এম/এম এবং বেকারত্বের হার। তাই ফান্ডামেন্টাল বিশ্লেষন থেকে আশা করা যায় মার্কেটে EUR/USD পেয়ারটিতে আজ নিন্ম থেকে মধ্যম মাত্রার ভোলাটিলিটি থাকতে পারে।
আরো ফরেক্স বিশ্লেষন দেখুন: https://goo.gl/VTwHgw
*মার্কেট বিশ্লেষণ ট্রেডিং সম্পর্কে আপনার সচেতনতা বৃদ্ধি করবে, কিন্তু আপনাকে ট্রেডিং সম্পর্কিত নির্দেশ প্রদান করবে না।
-
By masteroffx2018
আসুন আজ আমরা জেনে এই এমন একজন কিংবদন্তী ফরেক্স ট্রেডারের সম্পর্কে, যাকে বলা হয়, “ দ্য ম্যান, যিনি ব্যাংক অব ইংল্যান্ডকে ভেঙ্গে দিয়েছেন!”
শান্তির এই পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে।চারিদিকে হামলা আর হামলা। ভেঙ্গে পড়েছে ইতালী ও জাপানের শাসন ব্যবস্থা। এদিকে হিটলার তার ক্ষমতা টিকিয়ে রাখতে শুরু করেছেন ইহুদী হত্যা। হাঙ্গেরি নামের একতি রাজ্য ছিল সেই সময় জার্মানির দখলে। আজ যা স্বাধীন হাঙ্গেরি দেশ নামে পরিচিত।
সেসময়ের এই হাঙ্গেরী রাজ্য থেকে হিটলারের হামলার খবর পেয়ে প্রান বাচাতে নিজের দেশ ত্যাগ করলেন ছোট্ট এক বালক তার বাবাকে সাথে নিয়ে।তাদের ভয়, তারা ইহুদী। হিটলারের নাৎসি বাহিনী যদি তাদের খবর পেয়ে যায়, তবে তাদেরকেও মেরে ফেলবে!
দীর্ঘদিন পালিয়ে বেরিয়ে, একবেলা খেয়ে না খেয়ে অবশেষে ইমিগ্রেশন নেন ইংল্যান্ডে।
এদিকে ২য় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। হিটলারের শাসনেরও পতন হয়। এই বালক ও তার পরিবার আর নিজের দেশে ফিরে যান না। থেকে যান ইংল্যান্ডেই। শুরু করেন পড়াশোনা। গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন করেন ইংল্যান্ড থেকেই ফিলসফি বিষয়ের উপরে।
এরপর নেমে পড়েন কারেন্সী লেনদেনের ব্যবসায়।
নানান চড়াই উতরাই পার হয়ে আসা এই মানুষটি আলোচনায় আসেন ১৯৯২ সালে। ১৬ সেপ্টেম্বর, ১৯৯২ সালে UK Currency Crisis নিউজের উপর ফান্ডামেন্টালি এনালাইসিস করে তিনি GBP কারেন্সীর উপরের সেল ট্রেড নিয়েছিলেন এবং এই ট্রেডে তিনি ১ বিলিয়নেরও বেশি প্রফিট করে ফেলেন। যে দিনটিকে ফরেক্স এর ইতিহাসে Black Wednesday বলা হয়। আর এই মানুষটি হয়ে যান ফরেক্স এর ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব।
মুলত তার এই ট্রেড ফরওয়ার্ড করা হয়েছিল খোদ The Bank of England এর ফান্ডে। অর্থাৎ এখানে লিকুইডিটি প্রোভাইডার হিসেবে ছিলেন এই ব্যাংকে। সুতরাং প্রফিতের পুর অর্থ এই ব্যাংককে দিতে হয়েছিল।
এই ব্যক্তির নাম “জর্জ সরোস’। জর্জ সরোসের এই বিপুল পরিমানের প্রফিটের ফলে গোটা ব্যাংকিং সিস্টেম হতবাক ও থমকে গেছিল।
এরপর থেকে জর্জ সরোসকে বলা হয়, “The Man, Who broke The bank of England”। স্বভাবতই তিনি তাইই করেছিলেন।
জর্জ সরোস বর্তমানে ‘দ্য কোয়ান্টাম এন্ডোমেন্ট ফান্ড’ নামের ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কো-ফাউন্ডার ও ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তার প্রতিষ্ঠানটি বর্তমানে ২৭ বিলিয়নেরও বেশি ফান্ড নিয়ে ট্রেড করে যাচ্ছে। তিনি ও তার প্রতিষ্ঠানটি ফান্ডামেন্টাল এনালাইসিসের সাহায্য নিয়ে মুলত প্রাইস একশন ফলো করে ট্রেড করে থাকেন।
আপনি যদি ফরেক্স ট্রেডার হয়ে থাকেন, তবে আপনার নিজের ট্রেডিং পেশার এসকল সফল ও কিংবদন্তী মানুষদের ব্যাপারে আপনার পরিস্কার ধারনা থাকা উচিত। তবেই আপনিও তাদের দেখানো পথ অনুসরন করতে শিখবেন। অন্যথায় পাল বিহীন ও মাঝিবিহীন নৌকা হয়ে মাঝ দরিয়ায় (ফরেক্স মার্কেট) হাবুডুবু খেয়েই যাবেন অনবরত। যতদিন না আপনার সর্ব শেষ শক্তিটুকুও (একাউন্ট ব্যালান্স) একেবারে শেষ না হচ্ছে!!
সবার জন্য শুভকামনা রইল।
অনেক অনেক ভাল থাকবেন সবাই <3 <3 <3
-
By masteroffx2018
#EURCHF H4 টাইমফ্রেমের চার্টের দিকে লক্ষ্য করুন, এটিকে কি প্যাটার্ন বলবেন আপনি? কাপ প্যাটার্ন? বা বাংলা যাকে বলে পাত্র প্যাটার্ন? পাত্রের জল এবার ঢেলে পড়ার মুহুর্তে? মার্কেট এবার নিচে নামতে পারে পাত্রের জল যেভাবে পড়ে থাকে!! তবে অন্যদিকে ফরেক্সের ভাষায় বলতে গেলে, একটি সুন্দর ও পরিস্কার ডাউনট্রেন্ডের টাচিং পয়েন্টে রয়েছে মার্কেট এই মুহুর্তে। কনফার্মেশন পেলেই সেল এন্ট্রি নেওয়া যেতে পারে। আপনার এনালাইসিস কি বলছে? আপনার এনালাইসিসও যদি আমার সাথে মিলে যায় তবে ট্রেড একটা নিতেই পারেন। আপনার জন্য শুভকামনা রইল। Trade with Trusted & True ECN broker:
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.