১.১০৫০ প্রাইসে আটকে আছে EURUSD
আজ বৃহস্পতিবার ইউরোপিয়ান সেশনের শরুর দিকে EURUSD পেয়ারটি ১.১০৫০ প্রাইস কেন্দ্র করে মুভমেন্ট করছে। ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তির ক্রমবর্ধমান আশার উপর গতকাল EURUSD ২০১৬ সালের পরবর্তীতে সবচেয়ে বড় দৈনিক লাভ অর্জন করেছে।
ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক (ECB)-এর মুদ্রানীতি সভা বা ইন্টারেস্ট রেট ডিসিশনের পূর্বে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন রয়েছে। ইউক্রেনের সমঝোতার প্রস্তুতি, যদি রাশিয়া একই কাজ করে ন্যাটোর পরিকল্পনা থেকে ইউক্রেনের পশ্চাদপসরণের সংবাদ নিশ্চিত হয় তাহলে ডলারের বিপরীতে ইউরোর প্রাইস আরও বৃদ্ধি পেতে পারে।
ফেব্রুয়ারি মাসে মার্কিন কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) ৭.৫% থেকে বেড়ে ৭.৯% এসেছে। যা মার্কিন ডলারকে দুর্বল করার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিনিয়োগকারীদের নিকট গুরুত্ব পাচ্ছে তুরস্কে ইউক্রেন-রাশিয়ার আলোচনার দিকে। যা মার্কেটে নুতন করে মাত্রা যুক্ত করতে পারে।
গতকাল মার্কিন ডলারের প্রাইস বৃদ্ধি পেলেও আজকের সেশনে কিছুটা কমতে শুরু করেছে। পেয়ারের ক্ষেত্রে ১.১০৫০ সাপোর্ট হিসেবে কাজ করছে। ৫০-SMA অনুযায়ী পেয়ারের পরবর্তী সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে ১.১০৩০। ২৩ ফেব্রুয়ারি পেয়ারের ক্ষেত্রে ১.১০৩০ সাপোর্ট হিসেবে কাজ করেছিল।
পরবর্তী সাপ্তাহিক সাপোর্ট হতে পারে ১.০৯৪০। অপরদিকে পেয়ারের বুলিশ অবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে গতকালের সর্বোচ্চ প্রাইস ১.১০৯৫ অতিক্রম করা প্রয়োজন।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.