বাইডেন ক্রিপ্টো নির্বাহী আদেশে স্বাক্ষর করায় LUNA- এর প্রাইস বেড়ে নতুন উচ্চতায়
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্রিপ্টোকারেন্সির উপর একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এমন নিউজে LUNA সর্বকালের উচ্চতায় পৌঁছেছে। বাইডেন চান তার সরকার ক্রিপ্টোর ‘‘ঝুঁকি এবং সুবিধা’’ পরীক্ষা করুক।
প্রায় সাতদিন ধরে ক্রিপ্টোকারেন্সি LUNA বিয়ারিশে থাকার পর দুদিন ধরে বুলিশে আসতে শুরু করেছে। এর ফলে বুধবার LUNA বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি হিসেবে তার অবস্থান পুনরুদ্ধারে সক্ষম হয়।
LUNA /USDT গতকাল ৮৬.২৫ রেজিস্ট্যান্স ব্রেকে সক্ষম হয়ে ২৫% আপ হয়েছিল। এর ফলে বুধবার কয়েনটি তার সর্বকালের সর্বোচ্চ প্রাইস ১০৪.৫৮ ডলারে উঠেছিল। গত আটদিনে কয়েনটি বুলিশ Engulfing Pattern তৈরিতে সক্ষম হয়েছে। যার সর্বনিন্ম প্রাইস ছিল ৭৫ ডলার। কয়েনের পরবর্তী টার্গেট হতে পারে ১১০ ডলার।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.