GBPUSD সাপ্তাহিক ফরেকাস্ট (২৮ ফেব্রুয়ারি - ০৪ মার্চ)
বেশ কয়েক সপ্তাহ GBPUSD পেয়ারের প্রাইস বৃদ্ধি পেলেও গত সপ্তাহে রাশিয়া-ইউক্রেন উত্তেজনা পেয়ারকে ১০ সপ্তাহের সর্বনিন্মে নিয়ে এসেছিল। ব্যাংক অব ইংল্যান্ডের হকিশ প্রত্যাশা এবং যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি দ্বারা সমর্থনের কারণে ফেব্রুয়ারী মাসের তিন সপ্তাহ পেয়ারটি বুলিশ অবস্থান অব্যাহত রেখেছিল।
তবে রাশিয়া যুদ্ধ ঘোষণার পরবর্তীতে পেয়ারের ডাউনট্রেন্ড শক্তিশালী হয়েছে। চলতি সপ্তাহে পেয়ারের অবস্থান কোন দিকে যাবে সেটা দেখার বিষয়। চলতি মাসে পাউন্ডের ক্ষেত্রে ১.৩৬৫০ শক্তিশালী রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল।
এ সপ্তাহে যা হতে পারে
মার্চ মাসের শুরুতে বিনিয়োগকারীদের নজর থাকতে পারে ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট বৃদ্ধি ইভেন্ট, রাশিয়া-ইউক্রেন দ্বন্দ এবং পরবর্তী ফোকাস থাকবে ব্রেক্সিট আলোচনার দিকে। মঙ্গলবার ব্রিটিশ মেনুফেকচারিং পিএমআই ৫৭.৩ পয়েন্টে অপরিবর্তনীয় থাকতে পারে।
এছাড়াও বিনিয়োগকারীদের নজরে থাকবে মার্কিন মেনুফেকচারিং পিএমআই চলতি সপ্তাহে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে, মার্কিন ননফার্ম পে-রোলস, ADP নন-ফার্ম এমপ্লোয়মেন্ট এবং বেকারত্ব রিপোর্ট। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরেমি পাওয়েলের আলোচনাও মার্কেটে মুভমেন্ট সৃষ্টি করতে পারে।
GBPUSD টেকনিক্যাল অ্যানালাইসিস
RSI ইনডিকেটর অনুযায়ী পেয়ার ৪০ পয়েন্টের নিচে অবস্থান করছে। এক্ষেত্রে প্রাইস কমার সম্ভাবনা থেকে যাচ্ছে। পেয়ারের বর্তমান সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে ১.৩৩৫০। পেয়ারের ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে ১.৩৩০০ সাপোর্ট অতিক্রমের পরবর্তীতে ১.৩২৭০ সাপোর্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ডেইলি চার্ট
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.