EURUSD রেজিস্ট্যান্স হতে পারে ২১ ও ৫০ DMA
বেশ কয়েকদিন EURUSD পেয়ারের প্রাইস কমলেও গতকাল বৃদ্ধি পেয়েছিল। আজ বুধবার এশিয়ান সেশনে পেয়ারটি ১.১৩০০ প্রাইসের উপরে মুভমেন্ট করছে। গতকাল পেয়ারের প্রাইস বেড়ে ১.১৩৬৬-তে উঠেছিল।
MACD ইনডিকেটর অনুযায়ী মার্কেট সেলারদের পক্ষে রয়েছে। পেয়ারের বর্তমান রেজিস্ট্যান্স হিসেবে দেখা হচ্ছে ১.১৩৩০-৩৫। পরবর্তীতে পেয়ার ১.১৩৩৫ অতিক্রমের সক্ষম হলে ১.১৩৬০ রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপট্রেন্ড শক্তিশালী হলে সেক্ষেত্রে ১০০-DMA অনুযায়ী ১.১৩৯০ অতিক্রমের পরবর্তীতে ১.১৪৮০ রেজিস্ট্যান্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে পেয়ারের সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে ১.১২৯০। বিয়ারিশ শক্তিশালী হলে ১.১২৩৫-৩০ সাপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
EURUSD ডেইলি চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.