রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় গোল্ডের প্রাইস বেড়ে কয়েক মাসের সর্বোচ্চে
ফেব্রুয়ারি মাসে গোল্ডের প্রাইস বেড়ে ২০২১ সালের জুনের সর্বোচ্চ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে। চলতি মাসে গোল্ড সর্বোচ্চ ১৯১৪-প্রাইসে উঠেছিল।
রাশিয়া-ইক্রেন উত্তেজনা মার্কিন ডলারকে প্রভাবিত করছে। উত্তেজনা অব্যাহত থাকলেও গোল্ডের প্রাইস আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও গোল্ড বেশ কয়েক মাসের সর্বোচ্চে অবস্থান করছে।
জাতিসংঘের রাশিয়ান দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন তারা একটি কূটনৈতিক সমাধানের জন্য ইউক্রেন সংকটের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে বাজারে উদ্বেগ হ্রাস পাচ্ছে। এর ফলে আজকের সেশনে গোল্ডের প্রাইস কিছুটা বিয়ারিশে দেখা যাচ্ছে।
সোমবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চলকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দিয়ে, শান্তি বজায় রাখতে সৈন্যদের ওই এলাকয় প্রবেশের নির্দেশ দিয়েছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা (Sanctions) করবে এমন প্রত্যাশা গোল্ডের প্রাইস বৃদ্ধিতে প্রভাব ফেলবে।
ডেইলি চার্টে MACD এবং RSI ইনডিকেটর অনুযায়ী পেয়ারের প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যেহেতু আজ গোল্ডের প্রাইস কমছে এক্ষেত্রে ১,৮৮৮ সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। গোল্ডের পরবর্তী সাপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ১,৮৮০। পুনরায় পেয়ারের ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে ১৮৫৫ সাপোর্ট হতে পারে।
অপরদিকে পেয়ারের বর্তমান রেজিস্ট্যান্স হিসেবে দেখা হচ্ছে, ২০২১ সালের সর্বোচ্চ প্রাইস ১,৯১৬ এবং পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ১,৯৩০।
0 Comments
Recommended Comments
There are no comments to display.