তৃতীয়দিন বৃদ্ধি পাচ্ছে GBPUSD-এর প্রাইস
GBPUSD পেয়ারের প্রাইস তৃতীয়দিন বৃদ্ধি পেয়ে আজ বৃহস্পতিবার লন্ডন সেশনের পূর্বে ১.৩৫৯০ এর কাছাকাছি অবস্থান করছে।
রাশিয়ার আরআইও বার্তা সংস্থা জানিয়েছে, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ইউক্রেনের স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) পাঁচটি অবস্থানে মর্টার শেল এবং গ্রেনেড নিক্ষেপ করেছে। এর ফলে পাউন্ড পেয়ারের প্রাইস সাম্প্রতি ৬০ পিপস কমলেও পরবর্তীতে বৃদ্ধি পেয়েছে।
রাশিয়ার এলপিপিআর প্রতিনিধিত্বের একজন কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের সশস্ত্র গঠনগুলো চরমভাবে যুদ্ধবিরতি শাসন লঙ্গন করেছে, এমন অস্ত্র ব্যবহার করে যা, মিনস্ক চুক্তি অনুসারে প্রত্যাহার করা উচিত।
দেশগুলোর এমন উত্তেজনা পুনরায় ইকোনমিক মার্কেটে অস্থিরতা বৃদ্ধি করতে পারে। চার ঘন্টার চার্টে পেয়ারটি ইতিমধ্যে ২০০-SMA অতিক্রম করেছে। যা পেয়ারের বুলিশ অবস্থানের নির্দেশ দিচ্ছে।
MACD ইনডিকেটর অনুযায়ী পেয়ারের প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে পেয়ারের রেজিস্ট্যান্স হতে পারে ১.৩৬৩০।
অপরদিকে ফিবোনাসি ৩৮.২% অনুযায়ী বর্তমান সাপোর্ট হতে পারে ১.৩৫৫০ এবং পুনরায় ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে ১.৩৫১০ অতিক্রমের পরর্বীতে ১.৩৪৮০ সাপোর্ট হতে পারে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.