১.৩৫০০ রেজিস্ট্যান্সের উপরে GBPUSD
আজ বৃহস্পতিবার এশিয়ান সেশনে GBPUSD পেয়ার ১.৩৫৩০-৪০ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে। GBPUSD পেয়ার ২১-DMA এবং ১০০- DMA এর মাঝামাঝি অবস্থান করছে। পেয়ারের বর্তমান অবস্থান সেলারদের পক্ষে রয়েছে।
১০০-DMA অনুযায়ী পেয়ার ১.৩৫০০ অতিক্রমে সক্ষম হলে ডাউনট্রেন্ড শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে সেলারদের সুযোগ আরও বৃদ্ধি পেতে পারে।
ফিবোনাসি রিট্রেসমেন্ট ৫০ এবং ৬১.৮% অনুযায়ী সাপোর্টগুলো হতে পারে ১.৩৪৫০ ও ১.৩৩৮৫। পেয়ারের পরবর্তী সাপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের নিন্ম প্রাইস ১.৩৩৫৫।
অপরদিকে GBPUSD পেয়ার ২১-DMA অনুযায়ী ১.৩৫৪৫ অতিক্রমের পরবর্তীতে ১.৩৫৮৫ রেজিস্ট্যান্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পেয়ার ১.৩৬৩০ অতিক্রমের পরবর্তীতে ২০০-DMA অনুযায়ী ১.৩৭০৫ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করার সম্ভাবনা রয়েছে।
GBPUSD ডেইলি চার্ট
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.