চলতি সপ্তাহে টানা ৩ দিন বৃদ্ধি পাচ্ছে NZDUSD পেয়ারের প্রাইস
আজ বুধবার এশিয়ান সেশনে তৃতীয় দিন NZDUSD পেয়ারের প্রাইস বৃদ্ধি পেয়ে ০.৬৬৮০ এর কাছাকাছি মুভমেন্ট করছে। পেয়ারটি ০.৬৬৫০ রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে সক্ষম হয়েছে।
এর ফলে প্রত্যাশা করা হচ্ছে, পেয়ারের প্রাইস আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। MACD ইনডিকেটর অনুযায়ী পেয়ার সাইডওয়ে অবস্থান করছে। পেয়ারটি ১০-DMA এর নিচে আসলে ডাউনট্রেন্ড শক্তিশালী হতে পারে।
যেহেতু পেয়ার ০.৬৬৫০ ব্রেকআউট করতে সক্ষম হয়েছে, সেক্ষেত্রে ৫০-DMA রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে।
পেয়ারের বর্তমান রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে ০.৬৬৯৫। আপট্রেন্ড অব্যাহত থাকলে এক্ষেত্রে ০.৬৭৪০ রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ০.৬৮৮০।
অপরদিকে পেয়ারের সাপোর্ট হতে পারে ০.৬৬৪৫। পেয়ার ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে ০.৬৬৩০ অতিক্রমের পরবর্তীতে ০.৬৬০০ সাপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.