সুইস ফ্রাঙ্কের বিপরীতে মার্কিন ডলার চতুর্থদিন শক্তিশালী অবস্থানে রয়েছে
USDCHF চতুর্থদিনের মতো আপট্রেন্ড অব্যাহত রেখে সপ্তাহের সর্বোচ্চ প্রাইস ০.৯২৬১ এর কাছাকাছি মুভমেন্ট করছে। আজ মঙ্গলবার ইউরোপিয়ান সেশনের শুরুর দিকে পেয়ারের প্রাইস বৃদ্ধি পাচ্ছে, তবে পেয়ারটি আপট্রেন্ড অব্যাহত রাখতে সক্ষম হলে সেক্ষেত্রে সপ্তাহের প্রথমদিন বুলিশ অবস্থানে থাকতে সক্ষম হবে।
USDCHF পেয়ার ০.৯২৭৭ রেজিস্ট্যান্স অতিক্রমের পরবর্তীতে ফিবোনাসি রিট্রেসমেন্ট ২৩.৬% অনুযায়ী জানুয়ারির সর্বোচ্চ প্রাইস ০.৯২৯০ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে।
অপরদিকে ২০০-HMA অনুযায়ী ০.৯২৫০ সাপোর্ট হতে পারে। ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে ০.৯২৩০ সাপোর্ট অতিক্রমের পরবর্তীতে ১০০- HMA অনুযায়ী ০.৯২২০ সাপোর্ট হতে পারে। পেয়ার ০.৯২২০ সাপোর্ট অতিক্রমে সক্ষম হলে ০.৯১৭৫ সাপোর্টে যেতে পারে।
USDCHF এক ঘন্টার চার্ট
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.