সপ্তাহের সর্বোচ্চ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে USDJPY
ট্রেডিং সপ্তাহের প্রথমদিন গতকাল USDJPY পেয়ারের প্রাইস কমলেও আজকের সেশনে বৃদ্ধি পাচ্ছে। আজ মঙ্গলবার ইউরোপিয়ান সেশনে পেয়ারটি সপ্তাহের সর্বোচ্চ প্রাইস ১১৫.৫০ এর কাছাকাছি অবস্থান করছে।
ডেইলি চার্টে MACD ইনডিকেটর অনুযায়ী পেয়ার মধ্যমা লাইনের উপরে অবস্থান করছে। এক্ষেত্রে প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অপরদিকে পেয়ারের প্রাইস পুনরায় কমতে শুরু হলে সেক্ষেত্রে ১০ ও ৫০ DMA সাপোর্ট হিসেবে কাজ করতে পারে।
পেয়ার সপ্তাহের সর্বোচ্চ প্রাইস ১১৫.৫০ অতিক্রমে সক্ষম হলে ১১৫.৭০ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। পরবর্তীতে পেয়ার ১১৬.০০ রেজিস্ট্যান্স অতিক্রমে সক্ষম হলে গত মাসের সর্বোচ্চ প্রাইস ১১৬.৩৫ সাপোর্ট হতে পারে।
অপরদিকে পেয়ার ১০- DMA অনুযায়ী ১১৫.০০ সাপোর্ট অতিক্রমের পরবর্তীতে ১১৪.৫৫ সাপোর্ট হতে পারে। পরবর্তী সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে, ১০- DMA অনুযায়ী ১১৪.৪৫।
USDJPY ডেইলি চার্ট
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.