চলতি সপ্তাহে দ্বিতীয় দিন EURUSD পেয়ারের প্রাইস কমছে
গত সপ্তাহে EURUSD পেয়ারের প্রাইস বৃদ্ধি পেলেও চলতি সপ্তাহে দ্বিতীয় দিন কমতে শুরু করেছে। আজ মঙ্গলবার এশিয়ান সেশনে পেয়ারটি ১.১৪৪০ এর কাছাকাছি মুভমেন্ট করছে।
ডেইলি চার্টে RSI ইনডিকেটর অনুযায়ী প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। EURUSD পেয়ারের বর্তমান সাপোর্ট হিসেবে কাজ করছে ১০০-DMA অনুযায়ী ১.১৪০০। পেয়ারের আপট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে ১.১৪৮০ অতিক্রমের পরবর্তীতে ১.১৫২৫ প্রাইসে যেতে পারে।
অপরদিকে পেয়ার ১.১৪২০ সাপোর্ট অতিক্রমের পরবর্তীতে ৫০-DMA অনুযায়ী ১.১৩২৫ সাপোর্টে যেতে পারে। ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে সেপ্টেম্বরের নিন্ম প্রাইস ১.১৩০০ সাপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
EURUSD ডেইলি চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.