সপ্তাহের প্রথমদিন নিউজিল্যান্ড ডলারের বিপরীতে মার্কিন ডলারের প্রাইস বৃদ্ধি পাচ্ছে
গত সপ্তাহের শেষের দিন NZDUSD পেয়ারের প্রাইস কমলেও চলতি সপ্তাহের শুরুতে বৃদ্ধি পাচ্ছে। আজ সোমবার ইউরোপিয়ান সেশনে NZDUSD পেয়ার ০.৬৬২০ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে।
পেয়ারের বর্তমান সাপোর্ট হিসেবে কাজ করতে পারে ০.৬৬০০। ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে পেয়ার ০.৬৫৭০ সাপোর্ট অতিক্রমের পরবর্তীতে ০.৬৫৩০ সাপোর্টে যেতে পারে।
ফিবোনাসি রিট্রেসমেন্ট ৬১.৮% অনুযায়ী সাপোর্ট হতে পারে ০.৬৪৫৫। অপরদিকে ১০০-EMA অনুযায়ী রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে ০.৬৬৭০।
ফিবোনাসি রিট্রেসমেন্ট ৫০ এবং ৬১.৮% অনুযায়ী পেয়ার ০.৬৭১০ রেজিস্ট্যান্স অতিক্রমের পরবর্তীতে ০.৬৭৫০ রেজিস্ট্যান্সে যেতে পারে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.