GBPUSD সেলারদের জন্য ১০০-DMA অতিক্রম হওয়া প্রয়োজন
আজ সোমবার ইউরোপিয়ান সেশনে GBPUSD পেয়ার ১.৩৫২০ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে। গত সপ্তাহে পেয়ারের আপট্রেন্ড অব্যাহত থাকলেও সপ্তাহের শেষের দিন কমেছিল। চলতি সপ্তাহের প্রথমদিনও পেয়ারের প্রাইস কমছে।
বর্তমানে পেয়ারটি ১.৩৫২০ এর কাছাকাছি মুভমেন্ট করছে। ১০০-DMA অনুযায়ী পেয়ার ১.৩৫১০ সাপোর্ট অতিক্রমের পরবর্তীতে ১.৩৫০০ সাপোর্টে যেতে পারে। প্রত্যাশা করা হচ্ছে, পেয়ার ১০০- DMA এর নিচে আসলে সেলারদের সুযোগ বৃদ্ধি পেতে পারে।
এক্ষেত্রে পেয়ার ১.৩৪৭০ সাপোর্ট অতিক্রমের পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরের শুরুর দিকের প্রাইস ১.৩৪৩০ সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে ১.৩৩৬০ সাপোর্ট হতে পারে
তবে ফিবোনাসি রিট্রেসমেন্ট ৬১.৮% এবং ২১- DMA অনুযায়ী পেয়ার ১.৩৫৫৫ অতিক্রমের পরবর্তীতে ১.৩৫৮০ রেজিস্ট্যান্সে যেতে পারে। পেয়ারটি ফেব্রুয়ারির সর্বোচ্চ প্রাইস ১.৩৬৩০ অতিক্রমে সক্ষম হলে ২০২১ সালের অক্টোবরের সর্বোচ্চ প্রাইস ১.৩৭২০ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে।
GBPUSD ডেইলি চার্ট
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.