USDJPY সাপ্তাহিক ফরেকাস্ট (০৭-১১ ফেব্রুয়ারি, ২০২২)
গত সপ্তাহের শরুর দিকে মার্কিন ডলারের বিপরীতে ইয়েন শক্তিশালী হলেও শেষের দিকে পুনরায় দুর্বল হয়েছিল।চলতি সপ্তাহে পেয়ারটি নিরপেক্ষ অবস্থানে মুভমেন্ট করছে। গত সপ্তাহে পেয়ারটি ১১৫.১৭ প্রাইসে ক্লোজ হলেও সপ্তাহের শুরুতে ১১৫.৩৪ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে।
গত সপ্তাহে মার্কিন জব রিপোর্ট হতাশাজনক আসায় ইয়েনের বিপরীতে মার্কিন ডলার দুর্বল হয়েছিল। বর্তমানে মার্কিন ডলার পুনরায় শক্তিশালী হচ্ছে।
জাপানের ইকোনমিক ডাটা লক্ষ করে দেখা যাচ্ছে। দেশটির ইকোনমিতে তেমন কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। দেশটির কনজিউমার কনফিডেন্স ইনডেক্স অপ্রত্যাশিতভাবে জানুয়ারিতে কমে ৩৬.৭ পয়েন্ট এসেছে। যা মে মাসের পরবর্তীতে সর্বনিন্ম। এছাড়াও দেশটির অন্যান্য ইকোনমিক ডাটাগুলোও নেতিবাচক হিসেবে দেখা যাচ্ছে।
এ সপ্তাহে যা হতে পারে
চলতি সপ্তাহে মার্কিন ডলারকে প্রভাবিত করার মতো কিছু ইভেন্ট থাকলেও জপানী ইভেন্টগুলো মার্কেটে মুভমেন্ট তৈরিতে সক্ষম হবে কিনা সেটা দেখার বিষয়।
USDJPY টেকনিক্যাল অ্যানালাইসিস
গত সপ্তাহে USDJPY পেয়ারের প্রাইস কমলেও চলতি সপ্তাহে বৃদ্ধি পাচ্ছে। ডেইলি চার্টে USDJPY পেয়ারের ক্ষেত্রে ক্রিভুজ প্যাটার্ন দেখা যাচ্ছে। পেয়ারটি উক্ত ক্রিভুজ অতিক্রমে সক্ষম হলে আপ-ডাউনট্রেন্ড পুনরায় শক্তিশালী হতে পারে।
পেয়ারের বর্তমান রেজিস্ট্যান্স হিসেবে দেখা হচ্ছে ১১৬.৫০ এবং অপরদিকে সাপোর্ট হিসেবে দেখা হচ্ছে ১১৪.১৫।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.