EURUSD সাপ্তাহিক ফরেকাস্ট ( ০৭ থেকে ১১ ফেব্রুয়ারি, ২০২২)
গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের NFP ডাটা কেন্দ্র করে EURUSD পেয়ারের প্রাইস বৃদ্ধি পেয়েছিল। পেয়ারের প্রাইস ৩৫০ পিপসের মতো বৃদ্ধি পেয়েছিল।
২০২২ সালে সাপ্তাহিক ক্যান্ডেলে পেয়ারের প্রাইস প্রথমবারের মতো এতো বেশি বেড়েছিল। তবে ২০২০ সালের মার্চ মাসে পেয়ারের এরকম আরেকটি বড় মুভমেন্ট দেখা গিয়েছিল। এছাড়াও ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান লেগার্ডের হকিশ টোন ইউরোর প্রাইস বৃদ্ধিতে সহায়তা করছে।
গত সপ্তাহে প্রকাশিত ইউরোপিয়ান কনজিউমার প্রাইস বাৎসরিক হিসেবে বেড়ে ৫.১% এসেছে। যা প্রত্যাশিত ৪.৪% এর উপরে ছিল।
এ সপ্তাহে যা হতে পারে
চলতি সপ্তাহে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লেগার্ডের আলোচনা বিনিয়োগকারীদের নজরে থাকবে। এছাড়াও মার্কিন মুদ্রাস্ফীতি রিপোর্ট বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের মিশিগান কনজিউমার সেন্টিমেন্টও বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
EURUSD টেকনিক্যাল অ্যানালাইসিস
গত সপ্তাহে EURUSD পেয়ার ১.১৪৫০ প্রাইসে ক্লোজ হলেও বর্তমানে ১.১৪৪০ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে। পেয়ারের ডাউনট্রেন্ড পুনরায় শক্তিশালী হলে সেক্ষেত্রে ১.১৪০০ সাপোর্ট হতে পারে। পেয়ারের পরবর্তী সাপোর্ট হতে পারে ১.১৩৩০।
অপরদিকে EURUSD ১.১৪৮০ রেজিস্ট্যান্স অতিক্রমের পরবর্তীতে ১.১৫৫০ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। পেয়ারের পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ১.১৬০০।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.