সপ্তাহের শুরুতে গোল্ডের প্রাইস কমলেও আজ বৃদ্ধি পাচ্ছে
আজ মঙ্গলবার ইউরোপিয়ান সেশনে গোল্ড ১৮৪২ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে। চলতি সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার গোল্ডের প্রাইস কমলেও আজ রিকভারের চেষ্টা করছে।
বর্তমানে গোল্ড ইউরোপিয়ান সেশনে ১৯০০ প্রাইসের উপরে অবস্থান করছে। ২০ দিনের মুভিং অ্যাভারেজ অনুযায়ী গোল্ডের সাপোর্ট হতে পারে ১৮১৮।
পরবর্তীতে গোল্ড ১৮০০ প্রাইস অতিক্রমের পরবর্তীতে ১৭৮৪ সাপোর্টে যেতে পারে। অপরদিকে গোল্ড ১৯০০ রেজিস্ট্যান্স অতিক্রমের পরবর্তীতে ১৯৫০ রেজিস্ট্যান্সে যেতে পারে।
0 Comments
Recommended Comments
There are no comments to display.