সপ্তাহের প্রথম দুদিন EURUSD পেয়ারের প্রাইস কমছে
গত সপ্তাহের শেষেরদিন EURUSD পেয়ারের প্রাইস বৃদ্ধি পেলেও চলতি সপ্তাহের প্রথম দুদিন কমতে শুরু করেছে।
আজ মঙ্গলবার এশিয়ান সেশনে পেয়ারটি ১.১৩৩০ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে। পেয়ারটি ২০০-SMA এর কাছাকাছি ওঠানামা করছে। পেয়ারটি ২০০-SMA অতিক্রমে সক্ষম হলে আপট্রেন্ড শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
চার ঘন্টার চার্টে RSI ইনডিকেটর অনুযায়ী পেয়ারের প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নভেম্বরের মাঝামাঝিতে ১.১৩৩৫ গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল।
পেয়ারের প্রাইস যেহেতু গত দুদিন কমছে। সেক্ষেত্রে ১.১৩০০ সাপোর্ট হতে পারে। পরবর্তীতে ১.১৩০০ সাপোর্ট অতিক্রমের পরবর্তীতে ১.১২৭০ সাপোর্টে যেতে পারে।
অপরদিকে EURUSD ১.১৩৩৫ রেজিস্ট্যান্স অতিক্রমের সক্ষম হলে ২০২১ সালের ডিসেম্বরের সর্বোচ্চ প্রাইস ১.১৩৮৫-তে যেতে পারে।
পেয়ারের আপট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে ১.১৪০০ অতিক্রমের পরবর্তীতে ১.১৪৩০ প্রাইসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
EURUSD চার ঘন্টার চার্ট
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.