চার সপ্তাহে গোল্ডের প্রাইস একদিনে সর্বোচ্চ বেড়েছে
গত চার সপ্তাহের মধ্যে গতকাল গোল্ডের প্রাইস একদিনে সর্বোচ্চ বেড়েছে। মার্কিন ডলারের প্রাইস কমার ফলে গোল্ডের আপট্রেন্ড শক্তিশালী অবস্থানে রয়েছে।
বর্তমানে গোল্ডের প্রাইস বেড়ে ১৮৪০ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে। ফিবোনাসি রিট্রেসমেন্ট ২৩.৬% অনুযায়ী গোল্ডের সাপোর্ট হতে পারে ১৮৩৫।
ডেইলি চার্টে ফিবোনাসি ৩৮.২% অনুযায়ী সাপোর্ট হতে পারে ১৮৩১। গোল্ডের পরবর্তী সাপোর্ট হতে পারে ১৮২১। অপরদিকে গোল্ডের পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে মাসের সর্বোচ্চ প্রাইস ১৮৪৪ এবং পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ১৮৫০।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.