বৃদ্ধি পাচ্ছে GBPJPY পেয়ারের প্রাইস
আজ বৃহস্পতিবার লন্ডন সেশনে পেয়ারটি দিনের সর্বোচ্চ প্রাইস ১৫৬.০৫ এর কাছাকাছি মুভমেন্ট করছে। গত তিনদিনের মধ্যে প্রথমবারের মতো GBPJPY পেয়ারের প্রাইস বৃদ্ধি পাচ্ছে।
ডেইলি চার্টে MACD ইনডিকেটর অনুযায়ী পেয়ার ৫০ পয়েন্ট অতিক্রম করছে। এক্ষেত্রে প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পেয়ারের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে মাসের সর্বোচ্চ প্রাইস ১৫৭.৭৫ এবং পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ২০২১ সালের সর্বোচ্চ প্রাইস ১৫৮.২২।
অপরদিকে পেয়ারের সাপোর্ট হিসেবে কাজ করছে ১৫৫.৩৫। ফিবোনাসি রিট্রেসমেন্ট ৫০% অনুযায়ী পরবর্তী সাপোর্ট হতে পারে ডিসেম্বরের মাঝমাঝির সর্বোচ্চ প্রাইস ১৫৩.৬৫।
২০০ SMA অনুযায়ী পেয়ার ১৫৩.৮০ রেজিস্ট্যান্সে যাওয়ার পরবর্তীতে ফিবোনাসি ৬১.৮% অনুযায়ী ১৫২.৬৭ প্রাইসে যেতে পারে।
GBPJPY চার ঘন্টার চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.