আন্তর্জাতিক মার্কেটে ২০১৪ সালের সর্বোচ্চ থেকে তেলের প্রাইস কমতে শুরু করেছে
গতকাল তেলের প্রাইস বৃদ্ধি পেয়ে ২০১৪ সালের সর্বোচ্চে উঠলেও পরবর্তীতে কমেছিল। আজকের সেশনে পুনরায় ব্রেন্ট ক্রুড তেলের প্রাইস বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৮৯.১৭ ডলারে উঠেছিল।
২০১৪ সালের অক্টোবরে পেয়ারের প্রাইস বেড়ে সর্বোচ্চ ৮৯.১৩ ডলারে প্রতি ব্যারেল উঠেছিল। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের প্রাইস বেড়ে ৯৬ ডলারে অবস্থান করছে।
আন্তর্জাতিক অ্যানার্জি এজেন্সির মতে, তলের চাহিদা বেড়ে মহামারীর পূর্বে যেতে পারে। ইরাকের পাইপলাইন সমস্যার কারণে তেলে উৎপাদনে ঘাটতি তেলের চাহিদা বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও নতুন করে করোনা মহামারী তেলের চাহিদা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.