EURUSD পেয়ারের প্রাইস বেড়ে ২০০ SMA এর উপরে অবস্থান করছে
সপ্তাহের শুরুর দিকে EURUSD পেয়ারের প্রাইস বৃদ্ধি পেলেও আজ বৃহস্পতিবার এশিয়ান সেশনে পেয়ারটি ১.১৩৪০ প্রাইসের কাছাকাছি অবস্থান করছে।
ডেইলি চার্টে MACD ইনডিকেটর অনুযায়ী পেয়ার ওভারসোল্ডে অবস্থান করছে। এক্ষেত্রে পেয়ারের প্রাইস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ২০০ SMA অনুযায়ী পেয়ারের সাপোর্ট হতে পারে ১.১৩২৫। পেয়ারের ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে সাপোর্ট হতে পারে ১.১৩০০।
পেয়ারের পরবর্তী সাপোর্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ১.১২৩০। অপরদিকে ১০০- SMA অনুযায়ী EURUSD পেয়ার ১.১৩৫৫ রেজিস্ট্যান্স অতিক্রমে সক্ষম হলে ১.১৩৮০ রেজিস্ট্যান্সে যেতে পারে। পেয়ারের পরবর্তী রেজিস্ট্যান্সগুলো হতে পারে ১.১৩৮৫, ১.১৪০০ এবং ১.১৪৮২।
EURUSD চার ঘন্টার চার্ট
0 Comments
Recommended Comments
There are no comments to display.