বিয়ারিশ ডজি তৈরির পরবর্তীতে কমতে শুরু করেছে USDJPY
আজ বুধবার ইউরোপিয়ান সেশনে USDJPY পেয়ারের প্রাইস কমে ১১৪.৩৫ এর কাছাকাছি মুভমেন্ট করছে। ডেইলি চার্টে দেখা যাচ্ছে, গতকাল পেয়ারটি বিয়ারিশ ডজি তৈরি করেছে। যা পেয়ারের প্রাইস কমার সম্ভাবনা তৈরি করেছিল।
আজকের সেশনে পেয়ারের প্রাইস কমছে। পেয়ারের বর্তমান রেজিস্ট্যান্স হিসেবে দেখা হচ্ছে, ২০ DMA অনুযায়ী ১১৫.০০। অপরদিকে ৫০ DMA অনুযায়ী পেয়ারের সাপোর্ট দেখা হচ্ছে ১১৪.৩০। ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে পেয়ারটি ১১৪.০০ সাপোর্টে যেতে পারে।
১০০ DMAঅনুযায়ী পেয়ার ১১৩.১৫ সাপোর্ট অতিক্রমের পরবর্তীতে ডিসেম্বরের নিন্ম প্রাইস ১১২.৫৬ ফোকাসে থাকবে। অপরদিকে ২০ DMA অনুযায়ী পেয়ার ১১৫.০০ রেজিস্ট্যান্স অতিক্রমের পরবর্তীতে নভেম্বরের সর্বোচ্চ প্রাইস ১১৫.৫৫-তে যেতে পারে। পেয়ারের পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ১১৬.৩৫।
USDJPY ডেইলি চার্ট
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.