তেলের প্রাইস বেড়ে ৭ বছরের সর্বোচ্চে অবস্থান করছে
রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের উদ্বেগজনক ভূ-রাজনৈতিক সমস্যার মধ্যে ইরাক থেকে তুরস্ক পর্যন্ত একটি পাইপলাইনের বিভ্রাটের কারণে তেলের দাম চতুর্থ দিনে বেড়ে সাত বছরের উচ্চতায় পৌঁছেছে।
ব্রেন্ট ক্রুড তেল প্রতি ব্যারেল বৃদ্ধি পেয়ে ৮৮.৯৫ ডলারের কাছাকাছি অবস্থান করছে। ২০১৪ সালের ১৩ অক্টোবর তেলের প্রাইস বেড়ে সর্বোচ্চ ৮৯.০৫ ডলারে উঠেছিল।
ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের প্রাইস বেড়ে প্রতি ব্যারেল ৮৬.৯৪ ডলারে অবস্থান করছে। ২০১৪ সালের ০৯ অক্টোবর পেয়ারের প্রাইস বেড়ে প্রতি ব্যারেল সর্বোচ্চ ৮৭.০৮ ডলারে উঠেছিল।
তুরস্কের রাষ্ট্রীয় পাইপলাইন অপারেটর বোটাস মঙ্গলবার বলেছেন, সিস্টেমে বিস্ফোরণের পর এটি কিরকুট-সেহান পাইপলাইনে তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
তেলের বর্তমান সংকট অব্যাহত থাকলে সেক্ষেত্রে উৎপাদন আরও কমতে পারে এবং তেলের প্রাইস বৃদ্ধি পেতে পারে।
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
0 Comments
Recommended Comments
There are no comments to display.