মার্কিন রিটেইল সেলস রিপোর্টের পূর্বে USDCAD পেয়ারের প্রাইস কমছে
USDCAD পেয়ারের প্রাইস কমে গত নয়দিনের নিন্মে অবস্থান করছে। আজ শুক্রবার ইউরোপিয়ান সেশনে পেয়ারটি ১.২৪৫৩ এর কাছাকাছি মুভমেন্ট করছে।
মার্কিন Treasury Yields বৃদ্ধি পেলেও ডলার ডাউনট্রেন্ড অব্যাহত রেখেছে। বিনিয়োগকারীরা মার্কিন রিটেইল সেলস রিপোর্ট এবং কনজিউমার কনফিডেন্স রিপোর্টের পূর্বে সতর্ক অবস্থানে রয়েছে।
পেয়ারের ডাউনট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে ১.২৪৫০ অতিক্রমের পরবর্তীতে ১.২৪০০ প্রাইসে যেতে পারে। অপরদিকে ২০০ DMA অনুযায়ী ১.২৫০১ প্রাইনে রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে।
পেয়ারটি ১.২৫০০ অতিক্রমে সক্ষম হলে ১.২৫৫০ রেজিস্ট্যান্সে যেতে পারে। পেয়ারের পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ১.২৫৭৯ ও ১.২৬০০।
0 Comments
Recommended Comments
There are no comments to display.