EURUSD মাসের সর্বোচ্চ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে
আজ বৃহস্পতিবার এশিয়ান সেশনে EURUSD ১.১৪৪০ প্রাইসের কাছাকাছি মুভমেন্ট করছে। আজকের সেশনে পেয়ার বুলিশ অবস্থানে থাকতে সক্ষম হলে টানা তৃতীয়দিন আপট্রেন্ডে থাকতে সক্ষম হবে।
ডেইলি চার্টে MACD ইনডিকেটর অনুযায়ী পেয়ার বুলিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফিবোনাসি রিট্রেসমেন্ট ২৩.৬% অনুযায়ী পেয়ারের বর্তমান রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে মাসের সর্বোচ্চ প্রাইস ১.১৪৫০।
১০০-DMA অনুযায়ী পেয়ারের রেজিস্ট্যান্স হতে পারে ১.১৫১০ এবং পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে ১.১৫৩০। পেয়ারের আপট্রেন্ড অব্যাহত থাকলে সেক্ষেত্রে মাসের নিন্ম প্রাইস ১.১৬৬৫ রেজিস্ট্যান্স হতে পারে।
অপরদিকে ২১- DMA অনুযায়ী পেয়ার ১.১৩৩০ সাপোর্ট অতিক্রমের পরবর্তীতে ১.১২৯০ সাপোর্টে যেতে পারে।
EURUSD ডেইলি চার্ট
ফরেক্স এবং কিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে বিডিপিপসের ইউটিউব চ্যানেল সাবস্কাইব করুন
1 Comment
Recommended Comments